বাংলা বছরের শেষ দিনটি হল চৈত্র সংক্রান্তি।বছরের শেষ মাসই চৈত্র মাস আর শেষ দিনটি চৈত্র সংক্রান্তি হিসেবে পরিচিত। ব্রত উপবাস নিয়ম নিরামিষ আহার চরক পূজা চরক মেলা , গাজন নীল পূজা ইত্যাদি পালন করা হয়।বসন্তের বিদায়ের লগ্ন আর গ্রীষ্মের আগমনে বসে চরক মেলা এক রাজার দুই কন্যা চৈত্রা ও বিশাখা তাদের নাম অনুসারে দুইটি নাম হয় চৈত্র ও বৈশাখ। এই চৈত্র সংক্রান্তিকে মহাবিশুভ সংক্রান্তিও বলা হয় এই মাসে তুলসি গাছের উপরে জলের ঝারা লাগানো হয় চরক মেলায় বিভিন্ন প্রকার লীলা দেখানো হয় আর সর্বশেষ বলা হয় মহাদেবের পূজা আর শিব পার্বতী মিলন ঘটে এই অনুষ্ঠানের মাধ্যমে।
ছবিঃ গুগল।