জগন্নাথদেবের রথযাত্রার মাহাত্ম্য অপার, জেনে নিন কী করবেন-কী করবেন না।

 


আজ মঙ্গলবার হিন্দু ধর্মের একটি অন্যতম উৎসব রথযাত্রা। রথে চড়ে মাসির বাড়ি যাবেন প্রভু জগন্নাথ, প্রভু বলরাম ও দেবী সুভদ্রা।

রথ দেখলে আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি পায়
রথ টানলেও মেলে অনেক উপকার
রথের দড়ি স্পর্শ করলে পাপের মোচন ঘটে
আজ মঙ্গলবার হিন্দু ধর্মের একটি অন্যতম উৎসব রথযাত্রা। রথে চড়ে মাসির বাড়ি যাবেন প্রভু জগন্নাথ, প্রভু বলরাম ও দেবী সুভদ্রা। রথ হল জয়ের প্রতীক। রথ দেখলে আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি পায়। রথ টানলেও মেলে অনেক উপকার। রথের দড়ি স্পর্শ করলে পাপের মোচন ঘটে। রথযাত্রার মাহাত্ম্য অন্য অন্য কিছুর থেকে বেশি। মনে করা হয় এই দিন কিছু কাজ করলে জীবনে মেলে অপার সুখ-সমৃদ্ধি। ওই দিন করা যে কোনও কাজ ফলপ্রসূ হয়। এই দিন বাড়িতে যে কোনও শুভ কাজ করা যেতে পারে।

রথযাত্রার দিন কী করবেন ঃ
১১ রকমের ফল, ১১ রকমের মিষ্টি এবং ১১টি এক টাকার কয়েন একটি হলুদ কাপড়ে করে জগন্নাথদেবের আসনে রেখে দিন। তার পর উল্টো রথের শেষ লগ্নে সেই পাত্র-সহ সব সামগ্রী কোনও মন্দিরে দান করে দিতে হবে। তাতে মনস্কামনা পূরণ হবে। বাড়িতে নারায়ণ থাকলে তাঁর সামনেও এই ব্রত পালন করতে পারেন।পিতলের পাত্রে আতপ চাল, কাঁচা হলুদ এবং ১ টাকার একটি কয়েন দিন। ১০৮টি বা ৫৪টি তুলসী পাতা দিয়ে মালা তৈরি করে জগন্নাথদেবকে পরান।

রথযাত্রার পূণ্য তিথিতে গঙ্গাস্নান করাকে শুভ বলে মনে করা হয়।
জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রার মূর্তিকে শ্বেত চন্দন, সাদা ও হলুদ ফুলে সাজিয়ে তুলুন ৷ তাঁদের ফুল অর্পণ করুন।
জগন্নাথ দেবের সামনে জ্বালিয়ে দিন ঘি-র প্রদীপ ৷ ওই প্রদীপ থেকে জ্বালিয়ে নিন রথের প্রদীপটি ৷
প্রভু জগন্নাথদেব ক্ষীর খেতে ভালেবাসেন ৷ তাই তাঁকে সকালে ক্ষীর নিবেদন করতে পারেন। তাতে আশীর্বাদ পাবেন।
রথযাত্রার দিন রথের দর্শন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিন রথের দড়ি টানা খুব শুভ।
রথ টানার আগে অবশ্যই শঙ্খ ধ্বনি ও কাঁসর-ঘণ্টা বাজান ৷
রথযাত্রার দিনে গাছ লাগানো খুবই শুভ। তাই এইদিন অবশ্যই গাছ লাগান।
রথের দিন কিছু দান করলে তা অবশ্যই শুভ বলে মনে করা হয়।
রথযাত্রার পূণ্য তিথিতে গৃহ প্রবেশের অনুষ্ঠান করতে পারেন।
রথযাত্রার দিনে দুর্গাপুজোর খুঁটিপুজো করতে পারেন।
অনুলিখন:
মিতুল-সনৎ ধর
Previous Post Next Post

نموذج الاتصال