সকলকে জানাই নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা। নতুন বছরে সবাই সুস্থ ও ভাল থাকুক এই কামনা করি," রাত পুহানোর কিছু সময় পর নতুন দিন নববর্ষ ১৪৩০. আজ আর নেই মঙ্গল শুভাযাত্রা হল নাকো আনন্দ মিছিল এ যেন দুর্যোগের ঘন অন্ধকারে ডাকা।যেন শুধু পুড়ার ভয় আর্তনাদ আর্তচিৎকার পরিপূর্ণ নববর্ষ। কোন আশার বাণী দেখা যায় নি শুধু কাঠ পাটা রুদ্রর তৃষার মধ্যেই সব রোজা আর ঈদ আনন্দ। প্রতিকূল ভাগ্য আসে হিংস্র বিভীষিকার আকারে, তখনি আমারা পাই অকল্যাণ যখন তাহারে করি ভয় এমনি ভয়ের বার্তা নিয়ে আসে কাল বৈশাখের ঝড়।আর হালখাতা আর গণেশ পূজা সে যেন আজ পুরোনো রীতি। আস্তে আস্তে উঠেছে সব তা এখন স্মৃতির পাতার স্মৃতি। যে জীবন রয়েছে পূর্ণ আনন্দে।আজ সে জীবন অনাদর আর হতাশার কিনা, ভয়ে ভীতি নির্ভীক বীর্যে শোধ করি শেষ দিন ।
লেখাঃ সেবিকা দাস
ছবিঃ গুগল।