আমার মা অন্য দশটা মায়ের মতো না।
অন্য মায়েরা সন্তানের কৃতিত্বে কপালে চুমু এঁকে দে,আমার মা তখন চোখ্ বড় করে তাকিয়ে জিজ্ঞেস"আসলেই তুই এটা করেছিস?"
তবে অন্য মায়েদের কাছে সন্তানের প্রশংসার কোন কমতি করে না।
মায়েরা সন্তানের প্রশংসা করতে ভালোবাসে।
আমি আসিফ।
আমি "আসিফ" খুব সাধারণ এক "আসিফ".
আমি সাধারণ এর পেছনে আমার মায়ের অবদান বেশি। ক্লাস ফাইভ পর্যন্ত আমি ঘরকুনো ছেলে ছিলাম।মায়ের পেছন পেছন সর্বদা ঘুরঘুর করতাম।
মা ঘর থেকে বের হতে বলতেন।
কিন্তু আমার মা ছিলো আমার সব।বন্ধু,শিক্ষক আবার মা।
মায়ের আদরগুলো কাটখোট্টা ধরনের,প্রশংসা ও কাটখোট্টা। শিক্ষক হিসাবে মা আমাকে ভুল পড়ালে (যেমন "oblige" কে অব্লাইজ না পরে অব্লিগ পড়া) আমার সফল্য ছিলো ঈর্ষা করার মতো।
আমি মায়ের কাছে সবসময় বীর পুরুষ সাজার চেষ্টা করতাম। মা বেড়াতে যাওয়ার সময় আমাকে একা রেখে যেত আর বলতও ,"সানী একা থাক বাসায়। তবে বুঝব তুই বড়ও হয়েছিস" আমি বীর সাজার চেষ্টা করতাম, ছোট বীর।ছেলেরা কখন মায়ের কাছে বড়ও হতে পারে না,থেকে যায় সেই লেংকুট পড়া ছোট ছেলেটি।কারণ মায়ের উদারতার কাছে সে বার বার হার মানে,হাজার,অযুত আর কোটি বার।
আজ শুধু অল্প লিখলাম কারণ মায়েদের নিয়ে লিখা শেষ হয় না কখনো|
আমি আমার মায়ের দিকে এক একবার তাকায় আর আমার মনে হয়, আমি এক একটি বার কাবা শরীফ তোয়াফ করছি,
গেলাফটাকে চুম্বন করছি এক একটিবার।
লেখাঃ আসিফ জাবির মাও
ছবিঃ গুগল।