টেরাকোটা থেকে পরিবেশবান্ধব, দুর্গা পূজা,শ্যামা পূজা-দিওয়ালির ও অন্যান্য পূজার জন্য তৈরিতাক লাগানো রকমারি প্রদীপ। প্রদীপের বাজার এখন সরগরম। কুমোরটুলিতে প্রতিমার পাশাপাশি বিকিকিনি চলছে প্রদীপেরও। ছোটো-বড় নানান সাইজের নানান আকৃতির নানান ডিজাইনের প্রদীপ। রয়েছে পরিবেশবান্ধব প্রদীপ বাংলার লাল রংয়ের টেরাকোটা প্রদীপেও নতুনত্বের ছোঁয়া। কুলোর নকশা কাটা প্রদীপে মাত বাজার। মুগ্ধ ক্রেতারাও।

এভাবেই নতুনত্বের ছোঁয়া এনে মাটির প্রদীপের বাজার ধরে রাখার চেষ্টা চালাচ্ছেন মৃৎশিল্পীরা,আমরা রয়েছি আপনার পাশেই
লেখা সংগ্রহ শ্রী সনৎধর
লেখা সংগ্রহ শ্রী সনৎধর

Tags
advertisements