অনলাইন বিক্রেতা জায়ান্ট অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবার মহাকাশে নজর দিয়েছেন। নেমেছেন স্যাটেলাইট ইন্টারনেটের প্রতিযোগিতায়। শুক্রবার (৬ অক্টোবর) তিনি দুটি প্রোটোটাইপ উপগ্রহ উৎক্ষেপণ করেছেন। এই কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠানো হয়েছে ব্রডব্যান্ড স্যাটেলাইট ইন্টারনেটের জন্য, যাকে বেজোস বলছেন প্রজেক্ট কুইপার। খবর বিবিসি।
বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বেজোস আগামী কয়েক বছরে ৩২০০ টিরও বেশি কৃত্রিম উপগ্রহ স্থাপনের পরিকল্পনা করছেন, যাতে বিশ্বের যে কোনও জায়গায় ইন্টারনেট সংযোগ সরবরাহ করা যায়।
ইলন মাস্কের স্টারলিঙ্ককে চ্যালেঞ্জ করার আশা করছেন বেজোস। স্টারলিঙ্ক ইতিমধ্যেই অনেক দেশে স্যাটেলাইট ইন্টারনেট সরবরাহ করেছে।
দেশে দেশে স্যাটেলাইট ইন্টারনেট সরবরাহের জন্য ইলন মাস্কের স্পেসএক্স কোম্পানি ইতিমধ্যেই কক্ষপথে ৪৮০০টি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেছে।
প্রজেক্ট কুইপারের অধীনে শুক্রবার বেজোসের উৎক্ষেপণ করা দুটি ছোট উপগ্রহ হচ্ছে কুইপারস্যাট-১ এবং কুইপারস্যাট-২। একটি অ্যাটলাস-৫ রকেটের মাধ্যমে উপগ্রহ দুটিকে ৫০০ কিমি উচ্চতায় (৩১০ মাইল) কক্ষপথে নিয়ে যাওয়া হয়।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মহাকাশযান উৎক্ষেপণকেন্দ্র কেপ ক্যানারেভাল থেকে রকেটটি বাংলাদেশ সময় শুক্রবার রাত ১২টায় উৎক্ষেপণ করা হয়।
মাটিতে ফাইবার অপটিক্যাল সংযোগের বিপরীতে আকাশে স্যাটেলাইট সংযোগের ফলে উচ্চ-ব্যান্ডউইথ ও কম লেটেন্সির (ন্যূনতম বিলম্ব) ইন্টারনেট সংযোগ নিশ্চিত করাই প্রজেক্ট কুইপারের লক্ষ্য।
তাই উচ্চ-ব্যান্ডউইথের বর্তমান ক্রমবর্ধমান বাজারে যোগ দেওয়ার উচ্চাকাঙ্ক্ষা নিয়েই মহাকাশে নজর দিলেন বেজোস।
![]() |
ব্রডব্যান্ড ইন্টারনেটের জন্য মহাকাশে স্যাটেলাইট পাঠালেন অ্যামাজনের জেফ বেজোস। ছবি: সংগৃহীত |
বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বেজোস আগামী কয়েক বছরে ৩২০০ টিরও বেশি কৃত্রিম উপগ্রহ স্থাপনের পরিকল্পনা করছেন, যাতে বিশ্বের যে কোনও জায়গায় ইন্টারনেট সংযোগ সরবরাহ করা যায়।
ইলন মাস্কের স্টারলিঙ্ককে চ্যালেঞ্জ করার আশা করছেন বেজোস। স্টারলিঙ্ক ইতিমধ্যেই অনেক দেশে স্যাটেলাইট ইন্টারনেট সরবরাহ করেছে।
দেশে দেশে স্যাটেলাইট ইন্টারনেট সরবরাহের জন্য ইলন মাস্কের স্পেসএক্স কোম্পানি ইতিমধ্যেই কক্ষপথে ৪৮০০টি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেছে।
প্রজেক্ট কুইপারের অধীনে শুক্রবার বেজোসের উৎক্ষেপণ করা দুটি ছোট উপগ্রহ হচ্ছে কুইপারস্যাট-১ এবং কুইপারস্যাট-২। একটি অ্যাটলাস-৫ রকেটের মাধ্যমে উপগ্রহ দুটিকে ৫০০ কিমি উচ্চতায় (৩১০ মাইল) কক্ষপথে নিয়ে যাওয়া হয়।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মহাকাশযান উৎক্ষেপণকেন্দ্র কেপ ক্যানারেভাল থেকে রকেটটি বাংলাদেশ সময় শুক্রবার রাত ১২টায় উৎক্ষেপণ করা হয়।
মাটিতে ফাইবার অপটিক্যাল সংযোগের বিপরীতে আকাশে স্যাটেলাইট সংযোগের ফলে উচ্চ-ব্যান্ডউইথ ও কম লেটেন্সির (ন্যূনতম বিলম্ব) ইন্টারনেট সংযোগ নিশ্চিত করাই প্রজেক্ট কুইপারের লক্ষ্য।
তাই উচ্চ-ব্যান্ডউইথের বর্তমান ক্রমবর্ধমান বাজারে যোগ দেওয়ার উচ্চাকাঙ্ক্ষা নিয়েই মহাকাশে নজর দিলেন বেজোস।
source: 24livenewspaper
Tags
daily news