বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ নিয়ে যা জানাচ্ছে আবহাওয়া বার্তা

ছবি: সংগৃহীত

হিমাচল প্রদেশের ধর্মশালায় বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচ খেলেছে বাংলাদেশ। হিমালয়ের কোলঘেঁষা শীতল আবহাওয়ার পর তৃতীয় ম্যাচের জন্য বাংলাদেশ এসেছে দক্ষিণে সাগরতীরের চেন্নাইয়ে। তাপমাত্রার ব্যবধানটাও হুট করে বেড়ে গেছে, প্রায় দশ ডিগ্রি সেলসিয়াস। চেন্নাইয়ের তাপমাত্রা বাংলাদেশের মতো হলেও হঠাৎ শীতল থেকে গরম আবহাওয়ায় মানিয়ে নেয়াটা লাল-সবুজদের চ্যালেঞ্জই।

প্রথার বাইরে গিয়ে এবার অক্টোবর-নভেম্বরে হচ্ছে বৈশ্বিক আসরটি। এ সময়টাতে ভারতের নানা স্থানে থাকে বৃষ্টিপাতের সম্ভাবনা। শঙ্কা আছে বিশ্বকাপের অনেক ম্যাচ ঘিরেও।

ভারতের ১০ ভেন্যুতে টুর্নামেন্টের মোট ৪৮ ম্যাচ হবে, যার ৪৫টি গ্রুপপর্বের। অনেক ম্যাচেই বাগড়া দিতে পারে বৃষ্টি। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে টাইগার-কিউই মাঠের লড়াই।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, স্টেডিয়ামের আশেপাশের অঞ্চলে আজ বৃষ্টির সম্ভাবনা বেশ কম। তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। সন্ধ্যায় ২৮ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। বাতাসের আর্দ্রতা ৮৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

হিমাচল প্রদেশের চেয়ে বেশ গরম আবহাওয়া চেন্নাইতে। দুদলকে ভোগাতে পারে অতিরিক্ত গরম। দ্রুত মানিয়ে নিতে পারলে বাংলাদেশের ক্ষেত্রে গরম সহনীয় হতে পারে, কারণ বাংলাদেশের আবহাওয়াও প্রায় একই রকম। সন্ধ্যা থেকে স্টেডিয়ামে থাকতে পারে কুয়াশার আধিক্য। এ কারণে ফিল্ডিংয়ে থাকা দল সমস্যার সম্মুখীন হতে পারে। পরে ব্যাটিং করা দল পাবে বাড়তি সুবিধা।

বিশ্বকাপের ১১তম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় পেলেও দ্বিতীয়টিতে ইংল্যান্ডের বিপক্ষে জয় তুলতে পারেনি সাকিব আল হাসানের দল। সেমিফাইনালে যাওয়ার রাস্তা পরিষ্কার রাখতে কিউইদের বিপক্ষে জেতা টাইগারদের জন্য খুব জরুরি।

source: channelionline
Previous Post Next Post

نموذج الاتصال