ইতিহাসের পাতায় নাম লিখলাম: ট্রেনে পদ্মা পাড়ি দিয়ে ফেরদৌস

ছবি: সংগৃহীত

মঙ্গলবার (১০ অক্টোবর) পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা-ভাংগা অংশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে এদিন দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে ভাঙা (ফরিদপুর) পর্যন্ত ট্রেনে চড়ে যান। অন্যান্যদের পাশাপাশি প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন চিত্রনায়ক ফেরদৌস।

প্রথম নায়ক হিসেবে ট্রেনে পদ্মা সেতু পার হয়ে রীতিমত আনন্দে আটখানা ফেরদৌস! ধূসর রঙের পাঞ্জাবি পরে হাস্যোজ্জল ট্রেনে ওঠার একগুচ্ছ ছবি মঙ্গলবার দুপুরে নিজের ফেসবুকে পোস্ট করেছেন এই নায়ক। ক্যাপশনে লিখেছেন, ‘আজ ইতিহাসের পাতায় নাম লিখলাম। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।’

অভিনয়ের পাশাপাশি আ’লীগের কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক উপ-কমিটিতে ছিলেন ফেরদৌস। ২০১৮ সালের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৩তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী হয়ে আমেরিকায় গিয়েছিলেন ফেরদৌস, সঙ্গে ছিলেন রিয়াজও।

শোনা যাচ্ছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক ফেরদৌস। তার আগে তিনি নায়ক ফারুকের মৃত্যুর পর তার নির্বাচিত আসন ঢাকা ১৭-এ উপ নির্বাচনে মনোনয়নপত্র কিনেছিলেন। কিন্তু আওয়ামীলীগ থেকে নমিনেশন পাননি।

জানা যায়, আসন্ন নির্বাচনে কুমিল্লা-২ আসন থেকে নির্বাচনে অংশ নিতে চান দুই বাংলার জনপ্রিয় এই নায়ক। নির্বাচনে অংশ নেবেন কিনা জানতে চাইলে তিনি আগেই বলেছেন, প্রধানমন্ত্রী যদি আমাকে যোগ্য মনে করেন তাহলে আমার দিক থেকে নির্বাচনে অংশ নিতে কোনো আপত্তি নেই।

এদিকে, প্রধানমন্ত্রী তার বক্তব্যে স্বপ্নের পদ্মা সেতু হয়ে রেল চলাচলের মাহেন্দ্রক্ষণকে ‘স্বপ্ন পূরণের দিন হিসেবে’ অভিহিত করেছেন। পদ্মা সেতু হয়ে ঢাকা-যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার রেলপথ। শেষ হয়েছে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ৮২ কিলোমিটার রেলপথের কাজ।

এ অংশের উদ্বোধনের এক সপ্তাহ পর বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হবে বলে জানা গেছে। ইতোমধ্যে পরীক্ষামূলক ট্রেন চালানোর প্রাথমিক পদক্ষেপ সম্পন্ন করেছে রেল কর্তৃপক্ষ।

source: channelionline
Previous Post Next Post

نموذج الاتصال