প্রধান বিচারপতিকে তরবারি উপহার দিলেন হারুন

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে তরবারি উপহার দিয়েছেন বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকার সাধারণ সম্পাদক ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।
বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকার সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বিচারপতির হাতে উপহার তুলে দেন সংগঠনের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ। ছবি: সংগৃহীত

বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের শেখ ফজিলাতুন নেছা মুজিব মিলনায়তনে বৃহত্তর ময়মনসিংহ সমিতি, ঢাকা আয়োজিত নাগরিক সংবর্ধনায় প্রধান বিচারপতির হাতে তরবারি তুলে দেন তিনি।

প্রধান বিচারপতিকে বৃহত্তর ময়মনসিংহের কৃতি সন্তান উল্লেখ করে এ সময় হারুন অর রশীদ বলেন, আমাদের গর্বের ও অহংকারের নবনিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ।

এ সময় হারুন অর রশীদ বলেন, ছয়টি জেলাকে নিয়ে বৃহত্তর ময়মনসিংহের রূপান্তর হলেও ইতিহাস, শিল্প, সমৃদ্ধ জীবন সংস্কৃতির অবিনাশী প্রেক্ষাপটের ব্যপ্তি এবং বিশালতায় একই সূত্রে গাঁথা।

এই মিলন বন্ধনকে আরও বেগবান করার জন্য বৃহত্তর ময়মনসিংহের স্বপ্ন যাত্রা শুরু হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।

সূত্র: সময়
Previous Post Next Post

نموذج الاتصال