ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন বলেছেন, সৌদি আরবের সঙ্গে শান্তি চুক্তি তথা সম্পর্ক স্বাভাবিক হলে এশিয়া ও আফ্রিকা থেকে আরও ছয়-সাতটি মুসলিম দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে। জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বক্তৃতার পর ইসরায়েলি সংবাদ সংস্থা কেএএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি। খবর জেরুজালেম পোস্ট।
এলি কোহেন বলেন, এরইমধ্যে কয়েকটি মুসলিম দেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক হয়েছে। এ মুহূর্তে সৌদির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চলছে। কারণ সৌদি আরবের সঙ্গে শান্তি মানে পুরো মুসলিম বিশ্বের সঙ্গে শান্তি। সেটি হয়ে গেলে আরও বেশ কিছু দেশ আমাদের সঙ্গে স্বাভবিক সম্পর্কে আসবে।
কোনো দেশের নাম উল্লেখ না করে তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে আমরা কয়েকটি মুসলিম দেশের কিছু কর্মকর্তার সঙ্গে সাক্ষাত করেছি। অথচ ইসরায়েলের সঙ্গে তাদের আনুষ্ঠানিক কোনো সম্পর্ক নেই।
কিছুদিন আগে এলি কোহেন রোমে লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী নাজলা মাঙ্গুশের সঙ্গে দেখা করেছিলেন। পরে এ ঘটনা প্রকাশ হয়ে গেলে দেশটিতে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে নাজলাকে তার পদ থেকে বরখাস্ত করা হয় এবং তিনি দেশ থেকে পালিয়ে লন্ডনে আশ্রয় নেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ ঘটনায় কোহেনকে তিরস্কার করে বলা হয়, এর মাধ্যমে তিনি লিবিয়ার সঙ্গে তাদের সেতুবন্ধন ক্ষতিগ্রস্ত করেছেন।
এদিকে সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান বলেছেন, ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক স্বাভাবিকীকরণ চুক্তি প্রতিদিন ‘ঘনিষ্ঠ হচ্ছে’। তবে ফিলিস্তিনের সমর্থক সৌদি আরব বলছে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হতে হওয়ার আগে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে হবে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও আব্রাহাম অ্যাকর্ডস নামের এ চুক্তির ব্যাপারে বেশ আগ্রহী। আগামী বছরের নির্বাচনের আগে এ কূটনৈতিক সাফল্য অর্জিত হল বাইডেনকে তা প্রতিপক্ষের তুলনায় অনেকটাই এগিয়ে দেবে বলে ধারণা করা হচ্ছে।
![]() |
এলি কোহেন |
এলি কোহেন বলেন, এরইমধ্যে কয়েকটি মুসলিম দেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক হয়েছে। এ মুহূর্তে সৌদির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চলছে। কারণ সৌদি আরবের সঙ্গে শান্তি মানে পুরো মুসলিম বিশ্বের সঙ্গে শান্তি। সেটি হয়ে গেলে আরও বেশ কিছু দেশ আমাদের সঙ্গে স্বাভবিক সম্পর্কে আসবে।
কোনো দেশের নাম উল্লেখ না করে তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে আমরা কয়েকটি মুসলিম দেশের কিছু কর্মকর্তার সঙ্গে সাক্ষাত করেছি। অথচ ইসরায়েলের সঙ্গে তাদের আনুষ্ঠানিক কোনো সম্পর্ক নেই।
![]() |
ইসরায়েল সৌদি আরব সম্পর্ক |
কিছুদিন আগে এলি কোহেন রোমে লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী নাজলা মাঙ্গুশের সঙ্গে দেখা করেছিলেন। পরে এ ঘটনা প্রকাশ হয়ে গেলে দেশটিতে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে নাজলাকে তার পদ থেকে বরখাস্ত করা হয় এবং তিনি দেশ থেকে পালিয়ে লন্ডনে আশ্রয় নেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ ঘটনায় কোহেনকে তিরস্কার করে বলা হয়, এর মাধ্যমে তিনি লিবিয়ার সঙ্গে তাদের সেতুবন্ধন ক্ষতিগ্রস্ত করেছেন।
এদিকে সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান বলেছেন, ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক স্বাভাবিকীকরণ চুক্তি প্রতিদিন ‘ঘনিষ্ঠ হচ্ছে’। তবে ফিলিস্তিনের সমর্থক সৌদি আরব বলছে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হতে হওয়ার আগে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে হবে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও আব্রাহাম অ্যাকর্ডস নামের এ চুক্তির ব্যাপারে বেশ আগ্রহী। আগামী বছরের নির্বাচনের আগে এ কূটনৈতিক সাফল্য অর্জিত হল বাইডেনকে তা প্রতিপক্ষের তুলনায় অনেকটাই এগিয়ে দেবে বলে ধারণা করা হচ্ছে।
source: 24livenewspaper
Tags
world news