
ছবি: সংগৃহীত
দ্য ওয়াল ব্যুরো: হিন্দু ক্যালেন্ডার অনুসারে, এই বছর ৩০ অগস্ট পালিত হতে চলেছে রাখি বন্ধন উৎসব। তবে এবার ভদ্রা কাল পড়তে চলেছে রাখি বন্ধনের (Rakhi purnima 2023) দিন। জ্যোতিষ বিশেষজ্ঞরা বলছেন, এবার রাখীপূর্ণিমার দিন ভদ্রা যোগ তৈরি হয়েছে যা অশুভ। তাই ওই দিন কোনও শুভ কাজ না করারই পরামর্শ দিচ্ছেন তাঁরা। রাখীপূর্ণিমার দিন নানা মাঙ্গলিক কাজের জন্যই বেছে নেওয়া হয়। কিন্তু এবার অশুভ যোগের কারণে রাখী বাঁধার সময়ও পিছিয়ে দিতে বলছেন বিশেষজ্ঞরা।
পূর্ণিমা তিথি (Rakhi purnima 2023) শুরু হবে ৩০ অগস্ট ২০২৩ সকাল ১০ টা ৫৯ মিনিটে। পরের দিন সকাল ০৭টা ০৪ মিনিট পর্যন্ত থাকবে। এই দিন ভদ্রা যোগ থাকবে সকাল ১০ টা ৫৯ মিনিট থেকে রাত ০৯ টা ০২ মিনিট পর্যন্ত। বিশেষজ্ঞরা বলছেন, ভদ্রা এড়িয়ে, আপনি রাত ০৯ টা ০২ মিনিট থেকে রাত ১২ টা ২৮ মিনিট পর্যন্ত রাখি বাঁধতে পারেন। ৩০ অগস্ট রাত ৯টা থেকে পরের দিন ৩১ অগস্ট সকাল ৭টা ৫ মিনিট অবধি শুভ যোগ আছে।
ভদ্রা কালে শ্রাবণী উৎসব পালন করাও শাস্ত্রে নিষিদ্ধ বলে বিবেচিত হয়েছে। এই সময়ের পরই রাখি (Rakhi purnima 2023) বাঁধলে ভাল হবে। কিংবদন্তি অনুসারে, লঙ্কাপতি রাবণকে ভদ্রা কাল সময়ে তার বোন রাখি বেঁধেছিলেন এবং সেই বছরেই রামের হাতে প্রাণ দিতে হয়েছিল রাবণকে। এই কারণে ভদ্রা কাল সময়ে রাখি বাঁধা উচিত নয় বলে বিধান দিয়েছেন শাস্ত্রজ্ঞ পণ্ডিতরা।
ভদ্রা হলেন শনিদেবের বোন। সূর্যের দুই স্ত্রী। একজন ছায়া, অন্য জন সংজ্ঞা। সংজ্ঞার পুত্র হলেন যম। আর ছায়ার পুত্রসন্তানের নাম শনি ও কন্যাসন্তানের নাম ভদ্রা। শাস্ত্রে বলা হয়েছে, ভদ্রা অত্যন্ত একরোখা, জেদি এবং বদমেজাজি। তাই তাঁর রোষানল থেকে বাঁচতেই সবাই এড়িয়ে চলে। পঞ্জিকা অনুসারে রাখী পূর্ণিমার দিনেই ভদ্রা যোগ পড়ায়, শাস্ত্রমতে এই দিনটি এড়িয়ে চলতেই বলছেন বিশেষজ্ঞরা। ৩১শে গস্ট পূর্ণিমা থাকাকালীন সূর্যোদয় হচ্ছে। তাই শাস্ত্রমতে ওই দিনটিকেই রাখিপূর্ণিমা ধরা উচিত বলে মনে করা হচ্ছে। কোনও শুভ কাজ করার থাকলে তা সেদিন করলে ভাল হয়। আর এবার ৩১ তারিখকে রাখিপূর্ণিমা ধরলে ‘ভদ্রা যোগ’ এড়ানোও সম্ভব হবে।
সূত্র: the wall
Tags
hindu