নেতাকর্মীদের পদচারণায় মুখর সোহরাওয়ার্দী উদ্যান

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশে যোগ দিতে সমাবেশস্থলে অবস্থান নিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। হাজারো নেতাকর্মীর পদচারণায় মুখর সমাবেশস্থল।

সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশে যোগ দিতে বিএনপি ও এর তিন সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ভিড়। ছবি: ভিডিও থেকে নেয়া

শনিবার (২২ জুলাই) তারুণ্যের সমাবেশে যোগ দিতে সকাল থেকেই রমনা এলাকায় জড়ো হতে থাকেন বিএনপির তিন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তাদের হাতে ব্যানার, প্ল্যাকার্ড আর স্লোগানে প্রতিবাদ। নির্দলীয় সরকারের অধীন নির্বাচনের পাশাপাশি সরকারের পদত্যাগের দাবি ছিল সবার বক্তব্যেই।

তরুণদের দেশের কল্যাণে সম্পৃক্ত করাই এ সমাবেশের মূল লক্ষ্য জানিয়ে বিএনপি নেতারা বলেন, ভবিষ্যতে তরুণরাই দেশের নেতৃত্বে আসবে। তাই তাদের দেশের কল্যাণে নিয়োজিত করতেই আজকের এ সমাবেশ। এ ছাড়াও নতুন কর্মসূচিতে জনগণকে সম্পৃক্ত করার পাশাপাশি আগামীর আন্দোলনে অংশ নিতেও আহ্বান জানান তারা।

এদিকে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির তারুণ্যের সমাবেশকে কেন্দ্র করে শাহবাগ, কাঁটাবন, হেয়ার রোড, কাকরাইল, মৎস্য ভবন, হাইকোর্ট, দোয়েল চত্বরসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
উল্লেখ্য, পাঁচটি বড় শহরে সমাবেশ শেষে ঢাকায় সর্বশেষ তারুণ্যের সমাবেশ থেকে এক  দফার নতুন কর্মসূচি আসতে পারে বলেও জানান বিএনপির তিন সহযোগী সংগঠনের নেতারা।

সুত্রঃ সময় টিভি
Previous Post Next Post

نموذج الاتصال