সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে নাগরিকরা উদ্ভেগ প্রকাশ করেন ও নিম্ন লিখিত বিষয়গুলো তুলে ধরেনঃ-
প্রিয় ময়মনসিংহবাসী
শুভেচ্ছা নিবেন ।২৪ জুন ২০২৩ শনিবার, সকাল ১০টা ৩০ মিনিটে ময়মনসিংহ প্রেসক্লাবের
সামনে বাসাবাড়ীতে আবাসিক গ্যাস সংযোগ পুনরায় চালুর দাবিতে নাগরিক
অবস্থান ‘দাঁড়াবো বুক টান করে' কর্মসূচিতে যোগ দিন, আওয়াজ তুলুন-
•
বাসাবাড়িতে আবাসিক গ্যাস সংযোগ পুনরায় চালু কর
• নদকে খাল বানানো থেকে রক্ষা করে সঠিকভাবে ব্রহ্মপুত্র নদ খনন কর
• সকালে ও বিকালে ঢাকা হতে ময়মনসিংহ ২ জোড়া আন্তঃনগর ট্রেন চালু কর
• ময়মনসিংহ মহানগরকে যানজট মুক্ত কর
• ঢাকা-ময়মনসিংহ ডুয়েল গেজ রেললাইন স্থাপন কর
• ৩০০০ শয্যা হাসপাতালসহ ময়মনসিংহ মেডিকেল বিশ্ববিদ্যালয় চালু কর
• অনতিবিলম্বে ময়মনসিংহ বিভাগীয় শহরের নির্মাণ কাজ শুরু কর
• শহরের মাঝখানের রেললাইন ফ্লাইওভার করে বর্তমান রেললাইনের স্থানে
কৃষি বিশ্ববিদ্যালয় থেকে খাগডহর ঘুন্টি পর্যন্ত শহর সড়ক নির্মাণ কর
• শহরের মাঝখান থেকে ত্রিশাল বাসস্ট্যান্ড স্থানান্তর কর
• শম্ভুগঞ্জ ব্রিজ থেকে খাগডহর বিজিবি ক্যাম্প পর্যন্ত শহর রক্ষা বাধের পাশ দিয়ে
সম্পূর্ণ নতুন সড়ক নির্মাণ কর
এডভোকেট এ.এইচ.এম. খালেকুজ্জামান | বীর মুক্তিযোদ্ধা প্রকৌ. নূরুল আমিন কালাম
সভাপতি সাধারণ সম্পাদক
০১৭১১ ৬৮৬৩৭৬
০১৭১১ ৬৪৬১৮০
Tags
daily news