ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন

সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে নাগরিকরা উদ্ভেগ প্রকাশ করেন ও নিম্ন লিখিত বিষয়গুলো তুলে ধরেনঃ-


 প্রিয় ময়মনসিংহবাসী

শুভেচ্ছা নিবেন ।
২৪ জুন ২০২৩ শনিবার, সকাল ১০টা ৩০ মিনিটে ময়মনসিংহ প্রেসক্লাবের
সামনে বাসাবাড়ীতে আবাসিক গ্যাস সংযোগ পুনরায় চালুর দাবিতে নাগরিক
অবস্থান ‘দাঁড়াবো বুক টান করে' কর্মসূচিতে যোগ দিন, আওয়াজ তুলুন-

বাসাবাড়িতে আবাসিক গ্যাস সংযোগ পুনরায় চালু কর
• নদকে খাল বানানো থেকে রক্ষা করে সঠিকভাবে ব্রহ্মপুত্র নদ খনন কর
• সকালে ও বিকালে ঢাকা হতে ময়মনসিংহ ২ জোড়া আন্তঃনগর ট্রেন চালু কর
• ময়মনসিংহ মহানগরকে যানজট মুক্ত কর
• ঢাকা-ময়মনসিংহ ডুয়েল গেজ রেললাইন স্থাপন কর
• ৩০০০ শয্যা হাসপাতালসহ ময়মনসিংহ মেডিকেল বিশ্ববিদ্যালয় চালু কর
• অনতিবিলম্বে ময়মনসিংহ বিভাগীয় শহরের নির্মাণ কাজ শুরু কর
• শহরের মাঝখানের রেললাইন ফ্লাইওভার করে বর্তমান রেললাইনের স্থানে
কৃষি বিশ্ববিদ্যালয় থেকে খাগডহর ঘুন্টি পর্যন্ত শহর সড়ক নির্মাণ কর
• শহরের মাঝখান থেকে ত্রিশাল বাসস্ট্যান্ড স্থানান্তর কর
• শম্ভুগঞ্জ ব্রিজ থেকে খাগডহর বিজিবি ক্যাম্প পর্যন্ত শহর রক্ষা বাধের পাশ দিয়ে
সম্পূর্ণ নতুন সড়ক নির্মাণ কর
এডভোকেট এ.এইচ.এম. খালেকুজ্জামান | বীর মুক্তিযোদ্ধা প্রকৌ. নূরুল আমিন কালাম
সভাপতি সাধারণ সম্পাদক
০১৭১১ ৬৮৬৩৭৬
০১৭১১ ৬৪৬১৮০
Previous Post Next Post

نموذج الاتصال