![]() |
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাধনের নবীনবরণ ও রক্তদাতা সংবর্ধনা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শহীদ নাজমুল আহসান হল বাধন ইউনিট এই অনুষ্ঠানের আয়োজন করেন। |
মঙ্গলবার (৭ নভেম্বর) রাতে বাকৃবি শহীদ নাজমুল আহসান হলের টিভি রুমে এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়।
শৈবাল সাহা রৌদ্রের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা ও বাধন বাকৃবি জোনাল পরিষদের শিক্ষক উপদেষ্টা অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন শহীদ নাজমুল আহসান হলের প্রভোস্ট ও বাধন বাকৃবি জোনাল পরিষদের শিক্ষক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল আলম।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই হলের হাউজ টিউটর ড. মো. ইকরামুল হক, ডা. মো. ইফতেখার জাহান ভূঁইয়া ও মো. আবু হানিফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ নাজমুল আহসান হল বাধন ইউনিটের সভাপতি মাফিদুল ইসলাম বিজয়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ বলেন, বাধন কর্মীরা রক্তদান করে কোনো কিছু পাওয়ার জন্য না। বরং রক্তদান করার পরে অসুস্থ মানুষের মুখে যে পরিতৃপ্তি দেখা যায় সেটা দেখে মানসিক শান্তি পাওয়া যায়। আমরা বাধনের জন্য গর্বিত। আমরা কৃষিবিদ হিসেবেও গর্ব অনুভব করি। দেশের মানুষ এখন জানে যে বাকৃবি আছে বলেই দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমি নবীন শিক্ষার্থীদের অনুরোধ জানাবো যে এমন স্বেচ্ছাসেবী সংগঠন গুলোতে যুক্ত হয়ে মানুষের সেবা করার জন্য।
Source: bnbd24.net
Tags
daily news