![]() |
ছবি: সংগৃহীত |
অস্ট্রেলিয়ার বিপক্ষে ‘ফিফা বিশ্বকাপ ২০২৬ প্রিলিমিনারি রাউন্ড-২’ এ বাছাইপর্বের প্রথম ম্যাচ খেলতে এখন মেলবোর্নে অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। ঠাণ্ডা আবহাওয়াই এখন হয়ে উঠেছে জামাল ভূঁইয়ার দলের বড় চ্যালেঞ্জ।
সোমবার স্থানীয় সময় ৬টায় ভিক্টোরিয়ার ইয়ারাভিল গ্লোরি ফুটবল ক্লাব মাঠে অনুশীলন করে লাল-সবুজের দল। ম্যাচ শেষে সাক্ষাৎকারে অধিনায়ক জামাল, ফরোয়ার্ড মো. ইব্রাহিম ও সহকারী কোচ হাসান আল মামুন মেলবোর্নের ঠাণ্ডা আবহাওয়ায় খেলোয়াড়দের মানিয়ে নেয়ার দিকের গুরুত্বারোপ করেন।
জন্মসূত্রে ডেনমার্কের নাগরিক জামাল ও ফিনল্যান্ডের নাগরিকত্ব থাকা তারেক কাজী এমন ঠাণ্ডায় অভ্যস্ত হলেও বাকিদের জন্য পরিবেশটা একেবারেই নতুন। আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেয়াটাই এখন মুখ্য বিষয়। অনুশীলন শেষে বাংলাদেশ দলের অধিনায়ক এমনটাই জানালেন।
‘আবহাওয়া একটু ঠাণ্ডা। অধিকাংশ খেলোয়াড়ের কাছে ঠাণ্ডা লেগেছে। আমার আর তারেকের অভ্যাস আছে। আরও দুই-একদিন হাতে আছে। আশা করি সবাই মানিয়ে নেবে। আমাদের খেলা রাত ৮টার সময় হবে। এমন আবহাওয়াতেই খেলতে হবে। সবার আত্মবিশ্বাস আছে। সকলের ম্যাচের প্রতি শতভাগ মনোযোগ আছে।’
‘স্টেডিয়ামের ভেতর আমি মনে করি ঠাণ্ডা বাতাস কোনো প্রভাব ফেলবে না। আমরা যখন স্টেডিয়ামের বাইরে যাই, সেখানে অনেক বাতাস থাকে।’
বাংলাদেশের চেয়ে ঠাণ্ডা আবহাওয়া হওয়াটা ফুটবলারদের জন্য সমস্যার কারণ বলে স্বীকার করেছেন ইব্রাহিম। বললেন, ‘কোচ চাচ্ছেন আবহাওয়ার সঙ্গে যতটা দ্রুত সম্ভব যেন মানিয়ে নিতে পারি। ম্যাচ খেলাটা সেক্ষেত্রে আমাদের জন্য ততো ভালো হবে।’
অনুশীলনের সময় বাতাসের জন্য বলের নিয়ন্ত্রণের সঙ্গে খাপ খাওয়াতে সময় লাগছে বলে জানান হাসান আল মামুন। তিনি জানান, আক্রমণ বিল্ড আপের সময় স্বাগতিকরা কোন কৌশল অবলম্বন করতে পারে, সেটি নিয়েও হোমওয়ার্ক সেরে নেয়া হয়েছে।
মেলবোর্নে টিম বাংলাদেশ তাদের অনুশীলনের প্রথম দিন প্রতিপক্ষের সঙ্গে ডিফেন্সিফ ব্লকে খেলবে, এটি নিয়ে কাজ করেছে। বিশ্বের সেরা দলগুলোর একটির সঙ্গে মাঠের লড়াইয়ে আক্রমণগুলো নস্যাৎ করার লক্ষ্য বলেই বার্তা দেন ইব্রাহিম।
আগামী ১৬ নভেম্বর বাংলাদেশ সময় দুপুর ৩টায় মেলবোর্নে হাভিয়ের ক্যাবরেরার দল স্বাগতিকদের বিপক্ষে লড়বে।
Source: channelionline.com
Tags
football