![]() |
ছবি: সংগৃহীত |
তারেক রহমানকে গ্রেফতার করা হলে বোনের (প্রধানমন্ত্রী) কাছে সুপারিশ করার আশ্বাস দিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর-উত্তম।
শনিবার বিকালে টাঙ্গাইলের সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষ্যে পাইলট গভর্নমেন্ট স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।
কাদের সিদ্দিকী বলেন, ‘ইংল্যান্ডে অবস্থান করছেন তারেক রহমান। তোমার মা যে কোনো সময় মারা যেতে পারেন। দেশে এসে তাকে সেবা কর। তোমাকে যদি গ্রেফতার করে, তাহলে বোনকে (প্রধানমন্ত্রী) আমি সুপারিশ করব, তার মাকে সেবা করার জন্য যেতে দেন। সাহস আছে?’
তিনি আরও বলেন, তিনি (তারেক) ইংল্যান্ডে বসে বসে ষড়যন্ত্র করছেন। বাঙালি ষড়যন্ত্র হজম করতে জানে। ইনশাআল্লাহ, আমরা এ ষড়যন্ত্রের মোকাবিলা করব।
সম্মেলনে কাদের সিদ্দিকীর বড় ভাই সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী প্রধান অতিথি ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে লতিফ সিদ্দিকী বলেন, বিরোধী দলের যারা আজ ফুসফুস করছে, তারা কারা, কী তাদের পরিচয়, আমরা কি ভুলে গেছি? আমেরিকা ছাড়া তাদের গন্তব্য নেই।
উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবদুস ছবুর খানের সভাপতিত্বে বক্তৃতা করেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, কাদের সিদ্দিকীর সহধর্মিণী নাসরিন কাদের সিদ্দিকী, কেন্দ্রীয় কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীরপ্রতীক, সদ্য দলে যোগদানকারী সংগীতশিল্পী নকুল কুমার বিশ্বাস, কাদের সিদ্দিকীর ছোট ভাই আজাদ সিদ্দিকী, সাবেক পৌর মেয়র সানোয়ার হোসেন সজীব, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাবিবুন্নবী সোহেল, আবু জাহিদ রিপন প্রমুখ।
সূত্র: যুগান্তর
Tags
daily news