আইসিসির ‘হল অব ফেমে’ এডুলজি-শেবাগ-ডি সিলভা

ছবি: সংগৃহীত

আইসিসির ‘হল অব ফেমে’ এবছর যুক্ত করা হল ডিয়ানা এডুলজি, বীরেন্দ্র শেবাগ ও অরবিন্দ ডি সিলভার নাম। সোমবার তিন নক্ষত্র ক্রিকেটারকে ফেমে যুক্ত করার খবর জানিয়েছে সংস্থাটি।

সুদীর্ঘ ও বর্ণাঢ্য খেলোয়াড়ি জীবনের জন্য প্রতিবছর বিশ্বের খ্যাতিমান সাবেক ক্রিকেটারদের স্বীকৃতিমূলক বিশেষ সম্মাননা প্রদান করে খেলাটির অভিভাবক সংস্থা আইসিসি, যাকে ‘হল অব ফেম’ বলা হয়। এবছর এডুলজি, শেবাগ ও ডি সিলভাকে সম্মান জানানো হল।

ভারত নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এডুলজি। ২০ টেস্ট ও ৩৪ ওয়ানডে খেলেছেন বাঁহাতি এ স্পিনার। দুই ফরম্যাট মিলিয়ে ১০৭ উইকেট নিয়েছেন। অবসরের পর ভারতীয় নারী ক্রিকেটারদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে কাজ করে চলেছেন।

আইসিসির সম্মাননা পেয়ে ৬৭ বর্ষী এডুলজি বলেছেন, ‘শুরুতেই আইসিসি এবং জুরি বোর্ডকে ধন্যবাদ জানাতে চাই, আমাকে আইসিসি হল অফ ফেম ২০২৩-এ অন্তর্ভুক্ত করার জন্য নির্বাচিত করা হয়েছে সেজন্য। প্রথম ভারতীয় নারী ক্রিকেটার হিসেবে অভিষিক্ত হওয়াতে আমি খুবই আনন্দিত। সারাবিশ্বের পুরুষ ও নারী ক্রিকেটারদের একই গ্যালাক্সিতে যোগ দেয়া সম্মানের ব্যাপার।’

ফেমে যুক্ত হয়ে আরেক ভারতীয়, ৪৫ বর্ষী সাবেক ওপেনার শেবাগ বলেছেন, ‘আইসিসি ও জুরি বোর্ডকে শুরুতেই ধন্যবাদ জানাতে চাই আমাকে এ সম্মানে অন্তর্ভুক্ত করার জন্য। বলকে আঘাত করতেই আমি পছন্দ করি। জীবনের একটি বড় অংশ তা করে কাটিয়েছি। এরজন্য আমাকে যে সম্মাননা দেয়া হয়েছে তাতে আমি অত্যন্ত কৃতজ্ঞ বোধ করছি।’

ভারতের হয়ে ১০৪ টেস্ট, ২৫১ ওয়ানডে ও ১৯ টি-টুয়েন্টি খেলেছেন শেবাগ। ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ এবং ২০০৭ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য তিনি।

টেস্টে ২৩ সেঞ্চুরিসহ ৮,৫৮৬ রান করেছেন শেবাগ। প্রথম ভারতীয় হিসেবে টেস্টে ট্রিপল সেঞ্চুরির রেকর্ড তার ঝুলিতে। তিনশ রান ছোঁয়া দুটি ইনিংস আছে, এমন মাত্র চার ক্রিকেটারের একজন তিনি। বাকিরা স্যার ডন ব্র্যাডম্যান, ব্রায়ান চার্লস লারা ও ক্রিস গেইল।

ওয়ানডেতেও বেশ উজ্জ্বল ছিলেন শেবাগ। ১০৪.৩৩ স্ট্রাইকরেটে ১৫ সেঞ্চুরিতে ৮,২৭৩ রান করেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২১৯ রানের ইনিংস আছে।

ফেমে যুক্ত হওয়া বাকিজন অরবিন্দ ডি সিলভা। ১৯৯৬ বিশ্বকাপের ফাইনালে সেঞ্চুরি হাঁকিয়ে চ্যাম্পিয়ন করেছিলেন শ্রীলঙ্কাকে। আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য পরিচিতি পেয়েছিলেন। লঙ্কানদের হয়ে ৯৩ টেস্টে ৬,৩৬১ রান এসেছে তার ব্যাটে। ৩০৮ ওয়ানডে খেলে ৯,২৮৪ রান করেছেন।

সম্মাননা পেয়ে ৫৮ বর্ষী ডি সিলভা বলেছেন, ‘আমি গভীর কৃতজ্ঞ এবং আইসিসি হল অফ ফেমে অন্তর্ভুক্ত হওয়ার বিশাল সম্মান গ্রহণ করছি। ক্রিকেটের প্রতি আমার ত্যাগ এবং ভালোবাসার প্রতিদান আমি পেয়েছি। আমার পরিবার, বাবা-মা, বোন, স্ত্রী এবং সন্তানদের ধন্যবাদ জানাতে চাই। তারাই আমার সকল শক্তির উৎস ছিল।’

Source: channelionline
Previous Post Next Post

نموذج الاتصال