Health Tips: লেবুর সঙ্গে 'এই সব' খাবার খাচ্ছেন না তো...? খেলেই বিপজ্জনক ঝুঁকি! বারোটা বাজবে শরীরের

Health Tips: লেবু খাওয়া স্বাস্থ্যের জন্য উপকার। এই কথা বলাই বাহুল্য। কিন্তু ভিটামিন-সি সমৃদ্ধ পাতিলেবুই কখনও হয়ে উঠতে পারে চরম বিপদের কারণ। আমরা জানি যে ওজন কমানো থেকে ইমিউনিটি বাড়াতে পাতিলেবুর জুড়ি মেলা ভার। সেইসঙ্গে এর ফলে ভাল থাকে ত্বক এবং চুলও।

1/ 10
লেবু খাওয়া স্বাস্থ্যের জন্য উপকার। এই কথা বলাই বাহুল্য। কিন্তু ভিটামিন-সি সমৃদ্ধ পাতিলেবুই কখনও হয়ে উঠতে পারে চরম বিপদের কারণ। আমরা জানি যে ওজন কমানো থেকে ইমিউনিটি বাড়াতে পাতিলেবুর জুড়ি মেলা ভার। সেইসঙ্গে এর ফলে ভাল থাকে ত্বক এবং চুলও।

2/ 10
লেবুর হাজারো গুণেই সুস্থ থাকে শরীর। স্বাস্থ্যগুণের কারণেই পুষ্টিবিদেরা নিয়মিত লেবু খাওয়ার কথা বলে থাকেন। কিন্তু কয়েকটি খাবার রয়েছে- যেগুলি লেবুর সঙ্গে খেলে হিতে বিপরীত হতে পারে। শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তেমনই কয়েকটি খাবারের তালিকা দেওয়া হল এই প্রতিবেদনে।

3/ 10
একটি সমীক্ষায় একদল ব্যক্তির দৈনিক লেবু খাওয়ার ফলাফলের মূল্যায়ন করে দেখা গিয়েছে যারা প্রতিদিন লেবু খান তাঁদের গড় আয়ু ছিল যারা প্রতিদিন লেবু খান না তাদের তুলনায় প্রায় ৩ সপ্তাহ বেশি।

4/ 10
এছাড়া লেবু হল একটি বহুমুখী সাইট্রাস ফল যা বেশ কিছু খাবার এবং পানীয়ে একটি মজাদার, সতেজ স্বাদ যোগ করে। এর টার্টনেস অনেক খাবারের স্বাদ বাড়াতে পারে, কিন্তু লেবুর সঙ্গে কিছু খাবারের সংমিশ্রণ বিপজ্জনক হতে পারে বলেই মনে করেন বিশেষজ্ঞরা। দেখে নিন সেই তালিকা।

5/ 10
দুধ: দুধের সঙ্গে লেবুর রস মেশালে কী হয় তা সকলেই জানে। তাছাড়া, লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড হজম সংক্রান্ত নানা সমস্যা বৃদ্ধি করে। অ্যাসিডিটি বা অম্বলের মতো সমস্যা দেখা দিতে পারে এর ফলে।

6/ 10
মিষ্টি ফল: যদি কোনও ফলের সঙ্গে লেবু মিশিয়ে খেতে চান, তাহলে অবশ্যই স্বাদ অনুসারে পরিমিত পরিমাণে লেবুর রস ব্যবহার করুন। স্বাদ বাড়াতে এর সঙ্গে সামান্য মধুও ব্যবহার করতে পারেন। কারণ লেবুর টক স্বাদ মিষ্টি জাতীয় ফলের স্বাদ নষ্ট করে দেয়।

7/ 10
ঘোল ও দই: দুধের মতোই, লেবুর রস ঘোল বা মাঠা ও দইয়ের টেক্সচারও নষ্ট করে দেয়। তবে শুধু পাতিলেবু নয়, দইয়ের সঙ্গে যে কোনও সাইট্রাসজাতীয় ফল শরীরে টক্সিনের পরিমাণ বৃদ্ধি করে। এরফলে অ্যালার্জির সমস্যা দেখা দেয়। মাথাব্যথা, শ্বাসকষ্টের মতো সমস্যাও দেখা দিতে পারে।

8/ 10
পালং শাক: পালং শাকের মতো শাকসবজির সঙ্গে লেবুর রস মেশালে সবজির রঙ আরও গাঢ় হয়ে যেতে পারে এবং সবজির আসল গঠন নষ্ট হয়।

9/ 10
সুগন্ধি মশলা: লেবুর স্বাদ ও গন্ধ দুটোই অতি তীব্র। তাই লেবুর সঙ্গে লবঙ্গ বা এলাচের মতে সুগন্ধি মশলা মেশালে স্বাদ নষ্ট হতে পারে। তাই এই সব মশলাযুক্ত খাবারে লেবু খুব পরিমিত পরিমাণে ব্যবহার করুন।

10/ 10
টমেটো: স্যালাডে টমেটোর সঙ্গে পাতিলেবু থাকেই। তবে এই দুইয়ের জুটি কিন্তু মারাত্মক প্রভাব ফেলতে পারে শরীরে। কারণ টমেটো এবং পাতিলেবু, উভয়েই অ্যাসিডের পরিমাণ বেশি। ফলে একসঙ্গে বেশি অ্যাসিড শরীরে প্রবেশ করলে হজমের গোলমাল, কোষ্ঠকাঠিন্যের মতো নানা সমস্যা দেখা দিতে পারে।

সকল ছবি: সংগৃহীত
Source: bangalinews18.com
Previous Post Next Post

نموذج الاتصال