এই হার হজম করা কঠিন : সাকিব

ছবি: সংগৃহীত

বাংলাদেশ দলের বিশ্বকাপ মিশন শেষ! নিয়ম রক্ষার্থে আরও তিনটি ম্যাচ রয়েছে টাইগারদের সামনে। আর এই সবকটি ম্যাচ জিতলেও সেমি-ফাইনালে যাওয়ার সমীকরণ আর নেই সাকিব আল হাসানের দলের জন্য। নেদারল্যান্ডসের বিপক্ষে ৮৭ রানের হার যেন বড় ধাক্কা দিয়েছে টাইগার ক্রিকেটারদের।

শনিবার (২৮ অক্টোবর) ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক সাকিবের মুখে দেখা গেছে সেই চিত্রটাই। টুর্নামেন্টজুড়ে ভালো ব্যাটিং করতে পারেনি বাংলাদেশ, যার দায় স্বীকার করেছেন সাকিব। নেদারল্যান্ডসের বিপক্ষে ভালো বোলিংয়ের কথা অবশ্য জানিয়েছেন টাইগার অধিনায়ক।

এ প্রসঙ্গে সাকিব বলেন, ‘হ্যাঁ, আমি আপনার সঙ্গে শতভাগ একমত পোষণ করছি। এটা আমি অস্বীকার করতে পারছি না। আমরা ফিল্ডিংয়ে ভালো করতে পারিনি। তবে বোলিংয়ে বেশ ভালো করেছিলাম। আমরা আসলে যেভাবে ব্যাটিং করতে পারি কিংবা চাই সেভাবে পুরো টুর্নামেন্টে ব্যাটিং করতে পারিনি।’

পরিসংখ্যানের বিচারে নেদারল্যান্ডসের চেয়ে ঢের এগিয়ে বাংলাদেশ। যে কারণ ‘কমলা বাহিনী’দের কাছে এমন পরাজয় হজম করা কঠিন এমনটাই বললেন অধিনায়ক সাকিব, ‘এটা আমাদের জন্য সবচেয়ে বড় চিন্তার বিষয়। ডাচদের আমরা একেবারে দুই পয়েন্ট দিয়ে দিয়েছি। এটা হজম করা খুবই কঠিন। কিন্তু ক্রিকেটে এটা হতেই পারে। ডাচরা যেভাবে বোলিং করেছে তাতে তাদের কৃতিত্ব দেওয়া উচিত। তারা বেশ গোছানো ছিল এবং আমরা বেশ কিছু বাজে শট খেলেছি।’

Source: Dhaka Post
Previous Post Next Post

نموذج الاتصال