রাজধানীর আরও ২৭ প্রাথমিক বিদ্যালয়ে হচ্ছে নতুন ভবন

ছবি: সংগৃহীত

রাজধানীতে আরও ২৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন স্থাপন করতে যাচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ঢাকা মহানগর ও পূর্বাচল এলাকায় অবস্থিত বিদ্যালয়গুলোতে নতুন ভবন স্থাপন করা হচ্ছে।

সোমবার (৯ অক্টোবর) বিকেলে একযোগে স্কুল ভবনগুলোর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

রোববার (৮ অক্টোবর) বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ ও এলজিইডির প্রধান প্রকৌশলী আলি আখতার হোসেন। সভাপতিত্ব করবেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত।

নতুন ভবন নির্মাণ হতে যাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো হলো— শেখ কামাল স. প্রা. বি., মুন্ডা স. প্রা. বি., খলিলুর রহমান স. প্রা. বি. । কোব্বাদ সরদার স. প্রা. বি.। মিরপুর আর সি স. প্রা. বি. । বরাবো মোহনপুর স. প্রা. বি.। নন্দিপাড়া স. প্রা. বি. । বাওথার ওহাব বেপারী স. প্রা. বি. । ডিয়াবাড়ি স. প্রা. বি. । বঙ্গবন্ধু স. প্রা. বি. ।পাড়াডগার মান্নান স. প্রা. বি. । বসিলা নতুন স. প্রা. বি. । ওয়াক আপ স. প্রা. বি. । হলান স. প্রা. বি. । মৈনার টেক স. প্রা. বি.। শাহাজাদপুর মডেল স. প্রা. বি. । কল্যাণপুর মডেল স. প্রা. বি. । গোবিন্দপুর স. প্রা. বি. । সামাজিক শিক্ষা কেন্দ্র স. প্রা. বি. । প্রগতি স. প্রা. বি.। ডুমনি স. প্রা. বি. । তলনা স. প্রা. বি. । শহীদ আনোয়ার স. প্রা. বি.। বিজি প্রেস স. প্রা. বি. । খিলগাঁও মডেল স. প্রা. বি. ৷ নুরেরচালা স. প্রা. বি. । ভোলা স. প্রা. বি. ।

source: dhaka post
Previous Post Next Post

نموذج الاتصال