চতুর্থ শিল্পবিপ্লব নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সম্মেলন

‘সিদ্ধান্ত গ্রহণে উপাত্ত: গবেষণা, উন্নয়ন ও জনসংযোগে পরিসংখ্যানের ভূমিকা ও বিতর্ক’ শীর্ষক একটি প্রবন্ধ উপস্থাপন করেন এশিয়ান ইউনিভার্সিটির উপাচার্য শাহজাহান খান। ছবি: বিজ্ঞপ্তি

চতুর্থ শিল্পবিপ্লবের এ যুগে বিজ্ঞান ও প্রযুক্তির ভূমিকা নিয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। গত বৃহস্পতি ও শুক্রবার ‘চতুর্থ শিল্পবিপ্লবের ক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তির ভূমিকা’ শীর্ষক এ সম্মেলনের আয়োজন করে বিশ্ববিদ্যালয়টির বিজ্ঞান অনুষদ।

সম্মেলন উদ্বোধন করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম। সম্মেলনের আহ্বায়ক ও সভাপতি ছিলেন বিজ্ঞান অনুষদের অধিকর্তা (ডিন) মো. সাহেদ জামান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তার প্রধান পৃষ্ঠপোষক হিসেবে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উপাচার্য গোলাম সাব্বির সাত্তার বলেন, চতুর্থ শিল্পবিপ্লব শুরুতে আমাদের কাছে একটি কথার কথা হিসেবে এলেও বাস্তবে এটি আজ চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে। গবেষণা ও টেকসই উন্নয়নের মাধ্যমে এ চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষেত্রে দেশের বিশ্ববিদ্যালয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

‘সিদ্ধান্ত গ্রহণে উপাত্ত: গবেষণা, উন্নয়ন ও জনসংযোগে পরিসংখ্যানের ভূমিকা ও বিতর্ক’ শীর্ষক মূল প্রবন্ধটি উপস্থাপন করেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য শাহজাহান খান।

সম্মেলনের প্রথম দিনে দুটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। এ ছাড়া এদিন কারিগরি বিষয় নিয়ে ২২টি পর্বে আলোচনা হয়। এরপর দ্বিতীয় দিনে মূল প্রবন্ধসহ ৪২৩টি প্রবন্ধ উপস্থাপন করা হয়। এর মধ্যে ২০৭টি প্রবন্ধ সরাসরি উপস্থাপন ও ২১৬টি পোস্টার। তা ছাড়া এদিন একটি প্রদর্শনীও করা হয়।

সূত্র: প্রথম আলো
Previous Post Next Post

نموذج الاتصال