![]() |
ছবি: সংগৃহীত |
২০২২ বিশ্বকাপের শিরোপাজয়ী ও চলতি বছরের ব্যালন ডি'অর জয়ের দৌড়ে সবার সামনে রয়েছেন তিনি। এতক্ষণে হয়তো বুঝেই নিয়েছেন কে তিনি! তিনি হলেন আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি। যার হাতে শোভা পাচ্ছে একটি বিশ্বকাপ, ৭টি ব্যালন ডি'অর; এমন তারকা ফুটবলারকে কে চাইবে অবসরে পাঠাতে!
আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি তো মোটেই চাইবেন না মেসির অবসর। যখনই ৩৬ বছর বয়সী ফুটবল জাদুকরের অবসরের প্রশ্ন আসে তখন স্কালোনি বরং বিরক্তই হন।
আগামীকাল (বুধবার) বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে পেরুর মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তার আগে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এমন প্রশ্নেরই মুখোমুখি হয়েছিলেন লিওনেল স্কালোনি। আলবিসেলেস্তে কোচ হয়তো নিজেকে সামলে নিয়েই সাংবাদিকের ছুঁড়ে দেওয়া প্রশ্নের উত্তর দিলেন।
তিনি জানিয়েছেন, মেসি কখন অবসর নেবেন, সে বিষয়ে তিনি কোনো নির্দিষ্ট সময় বেঁধে দিতে চান না। তিনি যতদিন ইচ্ছে ততদিন আর্জেন্টিনার জার্সিতে খেলবেন। আন্তর্জাতিক ফুুটবল থেকে কখন অবসর নিবেন সে বিষয়ে নির্দিষ্ট করে কোনো সময় জানাননি মেসি।
আর্জেন্টিনার মেসিকে ছাড়া খেলার অভ্যাসটা গড়ে তোলা জরুরী কিনা? এমন প্রশ্নে বিরক্ত স্কালোনি বলেন, ‘মনে রাখবেন, সে (মেসি) এখনও আছে। এটি ভাবার দরকার নেই যে, সে কবে যাবে। আসল বিষয় হলো, সে এখনও দলে সক্রিয়। তাকে তার মতো থাকতে দিন। আমরা কি এরইমধ্যে তাকে অবসরে পাঠিয়ে দিচ্ছি? আমরা এমন করে কথা বলছি, মনে হয় সবাই পাগল হয়ে গেছি।’
‘লিও (মেসি) ভালো আছে। সে বেশকিছু সময় ধরে অনুশীলনেও ছিলো। আমরা আগামীকাল (বুধবার) সিদ্ধান্ত নেব। সে কতক্ষণ সময় ধরে খেলতে পারে সেটি দেখার বিষয়। যদি সে ভালো খেলে, তাহলে আপনারা জানেন আমরা তাকে দলে নেব’-যোগ করেন স্কালোনি।
তিনি আরও বলেন, ‘আমরা সবসময় চেষ্টা করি, যারা শতভাগ ফিট অথবা প্রায় শতভাগ ফিট; তাদেরকে একাদশে খেলাতে। এসব খেলাগুলোতে সবাইকে শতভাগ ফিট পাওয়াটা অত্যন্ত কঠিন। তাই সম্ভবত প্যারাগুয়ের বিপক্ষে খেলার ক্ষেত্রে একটি ভিন্নতা ছিল।’
বর্তমানে ইনজুরির কারণে দলের হয়ে নিয়মিত খেলতে পারছেন না মেসি। সবশেষ গত বৃহস্পতিবার বিশ্বকাপ বাছাইপর্বে প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা। ওই ম্যাচে মেসিকে ৪০ মিনিটের জন্য দলে পেয়েছিল আর্জেন্টিনা।
পেশি সমস্যায় ভুগছেন যুক্তরাষ্ট্রের ফুটবল ক্লাব ইন্টার মিয়ামির এই ফরোয়ার্ড। যে কারণে ক্লাবের হয়েও বেশকিছু ম্যাচ মিস করেছেন তিনি।
আগামীকাল বুধবার বিশ্বকাপের বাছাইপর্বে অ্যাওয়ে ম্যাচে পেরুর মুখোমুখি হবে আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে এখন পর্যন্ত ৩ টি ম্যাচ খেলে ৩টিতেই জয় পেয়েছে স্কালোনির শিষ্যরা। ৯ পয়েন্ট নিয়ে বর্তমানে তারা টেবিলের শীর্ষে রয়েছে। আর্জেন্টিনার সমান ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে পাঁচবারের শিরোপাজয়ী দল ব্রাজিল।
source: jagonews24.com
Tags
football