![]() |
ছবি: সংগৃহীত |
ইউরোপীয় পার্লামেন্টে ‘বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এবং মানবাধিকার সম্পর্কে বিভ্রান্তিমুলক প্রচারণা মিশন – সঠিক তথ্য জেনে নেই’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে মানবাধিকার সংস্থাগুলোকে বাংলাদেশ নিয়ে ভুল প্রচারণা বন্ধের আহবান জানানো হয়।
১১ অক্টোবর স্থানীয়সময় বুধবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ওই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে ইউরোপিয়ান পার্লামেন্টের কয়েকজন সদস্য অংশ নেন। সেমিনারে সভাপতিত্ব করেন স্টাডি সার্কেল সভাপতি সৈয়দ মোজাম্মেল আলী।
ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য মাক্সিমিলিয়ান ক্রাহের আমন্ত্রণে ইউরোপিয়ান পার্লামেন্টে সেমিনারে প্রধান বক্তা ব্রিটিশ রাজনৈতিক বিশেষজ্ঞ ক্রিস ব্ল্যাকবার্ন বলেন, একটি এনজিওর ভুল তথ্য নিয়ে বাংলাদেশের অনেক গণমাধ্যমই যাচাই না করেই সংবাদ প্রকাশ করেছে।
ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য ম্যাক্সিমিলিয়ান ক্রাহ এমইপি বলেন, ১০ থেকে ১২ বছর আগেও বাংলাদেশকে কটাক্ষ করে অনেক নিউজ হতো। সেই বাংলাদেশ এখন অনেক দেশের জন্য উদাহরণ। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, মানবাধিকার চর্চা, শান্তিপূর্ণ নির্বাচন, আর্মিকে ব্যারাকে রাখার মতো কাজগুলোর জন্য দক্ষিন এশিয়ার বিভিন্ন দেশের জন্য রোল মডেলে পরিণত হয়েছে।
সেমিনারের সভাপতি যুক্তরাজ্য স্টাডি সার্কেলের চেয়ারপার্সন ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ মোজাম্মিল আলী বলেন, সাম্প্রতিক সময়ে দেখা যায় অনেক বড় গণমাধ্যম বাংলাদেশ নিয়ে ভুল তথ্য দিয়ে অনেক নেগেটিভ সংবাদ প্রকাশ ও প্রচার করছে। এর পেছনে একমাত্র কারণ হচ্ছে কিছু মানুষ বর্তমান সরকারকে পছন্দ করে না। বাংলাদেশ বর্তমানে বিশ্বের ৩৭তম বৃহত্তম অর্থনীতির দেশ, বাংলাদেশের জিডিপির বৃদ্ধি অনেক ওয়েষ্টার্ন দেশের চেয়ে দ্রুত ও বেশী। এইসব সংবাদ কিন্তু প্রকাশ করা হয় না।
তিনি বলেন, আদিলুর রহমানকে নিয়ে ইউরোপিয়ান পার্লামেন্টে কথা হয়েছে মানবাধিকার লংঘন হচ্ছে বলে। অথচ তার শাস্তি হয়েছে দেশের ভেতরে নাশকতা ছড়ানোর অভিযোগ প্রমাণিত হওয়ায়। তার দেওয়া ভুল তথ্য দিয়ে বিবিসির মতো গণমাধ্যম ভুল সংবাদ প্রকাশ করেছে। আমি যেকোন স্টেটমেন্ট দেওয়ার আগে সেই তথ্যগুলো যাচাই করে নেওয়ার জন্য ইউরোপিয়ান পার্লামেন্টকে অনুরোধ জানাচ্ছি।
সেমিনারে প্যানেলে ছিলেন এমইপি ম্যাক্সিমিলিয়ান ক্রাহ, রাজনৈতিক বিশ্লেষক ক্রিস ব্ল্যাকবার্ন, আইনজীবী এবং আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ রশিদ রায়হান বিন এবং স্টাডি সার্কেল লন্ডনের চেয়ারম্যান সৈয়দ মোজাম্মেল আলী। এছাড়া সেমিনারে উপস্থিত ছিলেন বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ।
source: channelionline
Tags
daily news