![]() |
নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৩-এর সমাপনী অনুষ্ঠান |
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) উদ্যোগে এবং বেসিস স্টুডেন্টস ফোরামের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৩’। জমকালো পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় একটানা ৩৬ ঘণ্টার হ্যাকাথন। এবার দেশের ৯টি শহর (ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ ও কুমিল্লা) থেকে দুই হাজারের বেশি প্রতিযোগী অংশ নেয়। বাছাই করা ২১০টি প্রকল্পের মধ্যে হাইব্রিড মডেলে শীর্ষ ৫০টি প্রকল্প নিয়ে আইইউবিতে সরাসরি এবং বাকি ১৬০টি প্রকল্প নিয়ে অনলাইনে অনুষ্ঠিত হয় এই হ্যাকাথন।
শুক্রবার থেকে শনিবার পর্যন্ত চলা এই হ্যাকাথনের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) অডিটরিয়ামে।
অনুষ্ঠানে দেশের ৯টি শহরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করা দলগুলোর নাম ঘোষণা করা হয়। এতে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, বেসিস সভাপতি রাসেল টি আহমেদ, বাংলাদেশের ঢাকাস্থ মার্কিন দূতাবাসের অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি কর্মকর্তা জেমস গার্ডিনার প্রমুখ। প্রতিযোগিতার আহ্বায়ক ছিলেন আইইউবির উপাচার্য অধ্যাপক তানভীর হাসান।
সূত্র: কালের কন্ঠ
Tags
daily news