১৩২৮ বঙ্গাব্দের ২রা কার্তিক শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু সুন্দরের অমোঘ ইচ্ছায় আবারও শ্রীশ্রীমহানাম-মহাকীর্তন যজ্ঞ আরম্ভ হয় এবং আগামী ২রা কার্তিক ১৪৩০ বঙ্গাব্দ (২০ অক্টোবর
২০২৩ইং) শুক্রবার এ উপলক্ষে উদায়স্ত মহানাম কীর্তন ও মধ্যাহ্নে ভোগরাগ সন্ধ্যায় বিশেষ
আরতিসহ এক অনুষ্ঠান করার সুপ্ত বাসনা করা হয়েছে। সেইসাথে প্রতি বছরের ন্যায় এবারও
দামোদর মাস (কার্তিক) উপলক্ষ্যে শ্রীমদ্ভাগবত পাঠ, ভক্ত ও বৈষ্ণব সেবার আয়োজন করা
হয়েছে।
তাই সকলকে অনুষ্ঠানে স্বশরীরে উপস্থিত হয়ে সহযোগিতা করার জন্য বিনীত আমন্ত্রণ করছি ।
পৃথিবী নিরাপদ ও শান্তিময় হোক । প্রভু সকলের মঙ্গল করুন এই প্রার্থনাসতত ।

অনুরোধক্রমে
আশ্রম পরিচালনা কমিটি
শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রম, ময়মনসিংহ
২০২৩ইং) শুক্রবার এ উপলক্ষে উদায়স্ত মহানাম কীর্তন ও মধ্যাহ্নে ভোগরাগ সন্ধ্যায় বিশেষ
আরতিসহ এক অনুষ্ঠান করার সুপ্ত বাসনা করা হয়েছে। সেইসাথে প্রতি বছরের ন্যায় এবারও
দামোদর মাস (কার্তিক) উপলক্ষ্যে শ্রীমদ্ভাগবত পাঠ, ভক্ত ও বৈষ্ণব সেবার আয়োজন করা
হয়েছে।
তাই সকলকে অনুষ্ঠানে স্বশরীরে উপস্থিত হয়ে সহযোগিতা করার জন্য বিনীত আমন্ত্রণ করছি ।
পৃথিবী নিরাপদ ও শান্তিময় হোক । প্রভু সকলের মঙ্গল করুন এই প্রার্থনাসতত ।
অনুরোধক্রমে
আশ্রম পরিচালনা কমিটি
শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রম, ময়মনসিংহ
Tags
hindu