সাদ্দাম হোসেনের মেয়েকে ৭ বছরের কারাদণ্ড

সাদ্দাম হোসেনের মেয়ে রাঘাদ সাদ্দাম

ইরাকের সাবেক শাসক সাদ্দাম হোসেনের মেয়ে রাঘাদ সাদ্দামকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। তার বাবার রাজনৈতিক দল বাথ পার্টির (ইরাকে নিষিদ্ধ) পক্ষে কথা বলা ও প্রচারণা চালানোর দায়ে তাকে এই কারাদণ্ড দেওয়া হয়েছে।

সাদ্দাম হোসেনের মেয়ে বর্তমানে নির্বাসিত জীবনযাপন করছেন। রবিবার তার অনুপস্থিতিতেই এই কারাদণ্ড দেওয়া হয়। ২০০৩ সালে ইরাকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক আগ্রাসনের সময় সাদ্দাম হোসেনের পতনের পর তার দলটি বিলুপ্ত ও নিষিদ্ধ করা হয়।

আদালতের এই রায় এএফপি পর্যালোচনা করতে সক্ষম হয়েছে। রায়ে বলা হয়েছে, সাবেক স্বৈরশাসক সাদ্দাম হোসেনের মেয়ে রাঘাদ সাদ্দাম হোসেনকে ২০২১ সালে টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে ‘নিষিদ্ধ বাথ পার্টির কার্যক্রম প্রচার করার’ অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন
Previous Post Next Post

نموذج الاتصال