ভূমি কর্মকর্তার ২২ বছরের কারাদণ্ড, এক কোটি ৬৮ লাখ জরিমানা

  • অনিয়ম, দুর্নীতির অভিযোগ
  • পৃথক তিনটি মামলা করে দুদক
    দুদক কার্যালয়/ফাইল ছবি/ঢাকা ট্রিবিউন
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা পৃথক তিনটি মামলায় মোহাম্মদ শাহরিয়ার মতিন (৪৩) নামে এক ভূমি অধিগ্রহণ কর্মকর্তাকে ২২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক কোটি ৬৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরের স্পেশাল জজ আদালতের বিচারক মো. নজরুল ইসলাম হাওলাদার এ রায় দেন।

গোপালগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তা থাকাকালে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শাহরিয়ার মতিনের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করে দুদক।

বর্তমানে মতিন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব (সাময়িক বরখাস্ত) পদে আছেন।

আদালত সূত্রে জানা যায়, দুদকের করা পৃথক তিনটি মামলার একটিতে পাঁচ বছর, আরেকটিতে দশ বছর এবং অপরটিতে সাত বছরসহ মোট ২২ বছরের কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে তিন মামলায় ৯৭ লাখ, ২১ লাখ এবং ৫০ লাখ টাকাসহ মোট এক কোটি ৬৪ লাখ টাকা জরিমানা করা হয়।

দুদক সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের উপ-পরিচালক রেজাউল করিম বলেন, “দুদকের দায়ের করা পৃথক তিনটি মামলায় আদালত ২২ বছরের কারাদণ্ড দিয়েছেন শাহরিয়ার মতিনকে। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। এরপর পুলিশ পাহারায় তাকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়।”

source: bangla.dhakatribune.com
Previous Post Next Post

نموذج الاتصال