অনলাইনে লেনদেন-বিনিয়োগে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক



বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত

ডিজিটাল পেমেন্ট সিস্টেমকে কাজে লাগিয়ে এসব অপরাধ হুন্ডি প্রক্রিয়াকে সহজ ও ত্বরান্বিত করছে। এর ফলে একদিকে মুদ্রা পাচার বেড়ে যাচ্ছে এবং অন্যদিকে দেশ প্রচুর বৈদেশিক মুদ্রা হারাচ্ছে। যার ফলশ্রুতিতে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন বক্তরা।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধে বাংলাদেশের কেন্দ্রীয় সংস্থা হিসেবে বিএফআইইউ হুন্ডি তথা অনলাইন গ্যাম্বলিং, গেমিং, বেটিং, ফরেক্স এবং ক্রিপ্টোকারেন্সি ট্রেডিংয়ের মাধ্যমে অর্থ পাচার রোধসহ সকল ধরনের অর্থ পাচার রোধকল্পে অন্যান্য সংস্থাসমূহের সাথে একযোগে কাজ করে যাচ্ছে।

এ সমস্ত অপরাধ প্রতিরোধে বিএফআইইউ ইতোমধ্যেই ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াসহ বিভিন্ন মিডিয়াতে বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে সচেতনতা বৃদ্ধির কার্যক্রম অব্যাহত রেখেছে। এছাড়াও বিএফআইইউ প্রতিনিয়ত আইন প্রয়োগকারী সংস্থাসমূহকে এ বিষয়ক ইন্টেলিজেন্স সরবরাহ করে যাচ্ছে এবং এ সংক্রান্ত ওয়েবসাইট, অ্যাপ, ফেসবুক পেজ ও ইউটিউব লিংক চিহ্নিতকরণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইন প্রয়োগকারী ও নিয়ন্ত্রক সংস্থা বরাবর প্রেরণ করছে বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, সম্প্রতি ইলেকট্রনিক ও ওটিটি প্লাটফর্মে অনলাইন বেটিং ও গ্যাম্বলিং সংক্রান্ত বিজ্ঞাপন প্রচার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে।

অনলাইন গ্যাম্বলিং, গেমিং, বেটিং, ফরেক্স এবং ক্রিপ্টোকারেন্সি ট্রেডিংয়ে পেমেন্টের মাধ্যম হিসেবে যেন এমএফএস হিসাবসমূহ ব্যবহৃত হতে না পারে, সে লক্ষে বিএফআইইউ প্রধান কর্মকর্তা মো. মাসুদ বিশ্বাসের সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস্ ডিপার্টমেন্ট ও বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এবং বিকাশ, নগদ, রকেট ও উপায় এর এমডি/সিইওদের অংশগ্রহণে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অবৈধ হুন্ডি, অনলাইন গ্যাম্বলিং, গেমিং, বেটিং, ফরেক্স এবং ক্রিপ্টো ট্রেডিংয়ের বর্তমান পরিস্থিতি তুলে ধরে সকল সংস্থার একযোগে কাজ করার উপর গুরুত্বারোপ করেন মাসুদ বিশ্বাস।

এ সংক্রান্ত সংস্থাসমূহের কাজের সমন্বয় সাধন ও জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।

এ বিষয়ে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ তাদের সেবার অপব্যবহার বন্ধের লক্ষে গ্রাহকের লেনদেন মনিটরিং জোরদারকরণের বিষয়ে অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় অংশগ্রহণকারী এমএফএস প্রতিষ্ঠান প্রধানগণ অবৈধ হুন্ডি, অনলাইন গ্যাম্বলিং, গেমিং, বেটিং, ফরেক্স ও ক্রিপ্টো ট্রেডিং প্রতিরোধে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং এমএফএস প্রতিষ্ঠানসমূহ এজেন্ট ও গ্রাহক পর্যায়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে আরও জোরালো পদক্ষেপ গ্রহণের বিষয়ে একমত পোষণ করেন তারা।

সূত্র: সময়
Previous Post Next Post

نموذج الاتصال