ছবি: সংগৃহীত
ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ-২০২৩ এর সেরা তিন বাংলাবিদ শুদ্ধ বাংলা চর্চার পাশাপাশি সারাবিশ্বে তা ছড়িয়ে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের উৎসাহ এবং অনুপ্রেরণায় আরো বহু পথ পাড়ি দিতে চান এই তিন গুণী বাংলাবিদ।
source: channelionline