মানসিক স্বাস্থ্যসচেতনতা বাড়াতে ক্লিনিক্যাল সাইকোলজির সম্মেলন শুক্রবার



বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সম্মেলন উপলক্ষে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে কয়েকটি কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

সাধারণ মানুষের মধ্যে মানসিক স্বাস্থ্যসচেতনতা বাড়াতে ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সম্মেলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে শুক্রবার সকাল সাড়ে নয়টায় এ সম্মেলন শুরু হবে।

বাংলাদেশ জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের ২০১৮-১৯ সালের এক জরিপে দেখা গেছে, ১৮ দশমিক ৭ শতাংশ বয়স্ক ও ১২ দশমিক ৬ শতাংশ শিশু-কিশোর মানসিক সমস্যায় আক্রান্ত। তবে দেশের শতকরা ৯২ ভাগ মানুষ মানসিক রোগের কোনো চিকিৎসা নেন না। এ পরিস্থিতিতে পরিবর্তন আনতেই এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে।

‘কমিউনিটিভিত্তিক মানসিক স্বাস্থ্য: বাংলাদেশে মানসিক স্বাস্থ্যসেবার ব্যবধান কমিয়ে আনার চাবিকাঠি’—প্রতিপাদ্য নিয়ে যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করছে বাংলাদেশে ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি (বিসিপিএস) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ।

সম্মেলন উপলক্ষে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বেশ কয়েকটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে নিবন্ধন করে প্রায় ৬৫০ জন অংশগ্রহণ করেন।

সূত্র: প্রথম আলো
Previous Post Next Post

نموذج الاتصال