মিডিয়া সাম্রাজ্যের দায়িত্ব কাকে দিচ্ছেন রুপার্ট?

দুই মিডিয়া কোম্পানি ফক্স ও নিউজ কর্পোরেশনের চেয়ারম্যান পদ ছাড়ছেন মিডিয়া মোগল খ্যাত রুপার্ট মারডক। তার জায়গায় তার তৈরি বিশাল মিডিয়া সাম্রাজ্যের দায়িত্ব নেবেন বড় ছেলে ল্যাচলান মারডক। এক ঘোষণায় বিষয়টি নিজেই জানিয়েছেন রুপার্ট। খবর বিবিসির।


বড় ছেলে ল্যাচলান মারডকের সঙ্গে মিডিয়া মোগল খ্যাত রুপার্ট মারডক। ছবি: সংগৃহীত

খবরে বলা হয়েছে, ফক্স ও নিউজ কর্পোরেশনের চেয়ারম্যানের পদ ছেড়ে অন্য দায়িত্ব পালন করতে চান মারডক। যা এরই মধ্যে নিজ প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে লেখা এক চিঠিতে স্পষ্ট করেছেন তিনি।

চিঠিতে মারডক বলেছেন, এটাই তার জন্য ভিন্ন দায়িত্ব পালনের সঠিক সময়। মারডকের বয়স এখন ৯২ বছর বয়স। ১৯৬৬ সালে ফক্স নিউজ প্রতিষ্ঠা করেন তিনি। এটা বর্তমানে যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ টিভি চ্যানেল। এছাড়া যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট, ফক্স নিউজ ও ওয়াল স্ট্রিট জার্নাল এবং যুক্তরাজ্যের দ্য সান ও দ্য টাইমসের মালিকও রুপার্ট।

ফক্স ও নিউজ কর্পোরেশন দুটি পৃথক কোম্পানি। মূলত এ দুটি কোম্পানির অধীনেই তার সংবাদমাধ্যমগুলো পরিচালিত হয়। বহুদিন ধরেই এ দুই প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন মারডক।

সম্প্রতি কোম্পানি দুটি একটিতে পরিণত করার পরিকল্পনার কথা জানান তিনি। এরপরই প্রতিষ্ঠান দুটির চেয়ারম্যান না থাকার খবর সামনে এলো। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ফক্স নিউজের ওয়েবসাইটে প্রকাশিত এক চিঠিতে মারডক আরও জানান, চেয়ারম্যানের দায়িত্ব ছেড়ে উভয় প্রতিষ্ঠানের ইমেরিটাস চেয়ারম্যান থাকতে চান তিনি।

তার জায়গায় দুই মিডিয়া কোম্পানির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বড় ছেলে ল্যাচলান মারডক। ল্যাচলান রুপার্ট মারডকের দ্বিতীয় স্ত্রী আনা মারিয়া দেপেইস্টারের সন্তান। ৯২ বছর বয়সী মিডিয়া মোগল রুপার্ট এখন পর্যন্ত চারটি বিয়ে করেছেন এবং তার মোট ছয়জন সন্তান রয়েছে।

সূত্র: সময়  

Previous Post Next Post

نموذج الاتصال