প্রতিষ্ঠাবার্ষিকীতে থাকছেন না বিএনপির সিনিয়র নেতারা



ছবি: সংগৃহীত

আগামীকাল ১ সেপ্টেম্বর ৪৫ বছর পার করবে বিএনপি। সে জন্য সেপ্টেম্বরের শুরু থেকেই জোরদার আন্দোলনে নামছে দলটি। এরই অংশ হিসেবে আগামীকাল বর্ণাঢ্য র্যালি করবে। মূলত প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এ কর্মসূচি থেকেই চূড়ান্ত আন্দোলনের আগে মাঠ তৈরির কাজ শুরু করছেন নেতারা।

তবে ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপি চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মহাসচিব ও স্থায়ী কমিটির সিনিয়র নেতারা থাকতে পারছেন না। দলের এই প্রতিষ্ঠাবার্ষিকীর সময়ে সিনিয়র নেতারা চিকিৎসার বরাতে দেশের বাইরে অবস্থান করছেন। তারা ঠিক কবে ফিরবেন, তা এখনো নিশ্চিত নয়।

এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার বিকাল ৩টায় রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে আলোচনাসভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এতে সভাপতিত্ব করবেন জাতীয় স্থায়ী কমিটির আরেক সদস্য ড. আবদুল মঈন খান এবং বক্তব্য রাখবেন দলের জাতীয় ও কেন্দ্রীয় নেতারাসহ বরেণ্য বুদ্ধিজীবীরা।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আগামী ১ সেপ্টেম্বর শুক্রবার সকাল সাড়ে ১০টায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের কবরে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করা হবে। অনুষ্ঠানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত থাকবেন।

বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী যুগান্তরকে বলেন, রাজধানীতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি শুরু হবে। ফকিরাপুল, শাপলা চত্বর, ইত্তেফাক মোড় হয়ে রাজধানী সুপার মার্কেটে গিয়ে শেষ হবে। ঢাকা মহানগরের উদ্যোগে বেলা ৩টা থেকে এ কর্মসূচি শুরু হবে। এতে বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠন তাদের স্ব স্ব সাংগঠনিক শক্তি নিয়ে অংশ নেবেন।

সূত্র: যুগান্তর
Previous Post Next Post

نموذج الاتصال