৩৫ বছর বয়সে ৫৫ কোটি টাকার মালিক হতে চান ২২ বছরের যুবক!



ছবি: সংগৃহীত

গুগলের ২২ বছর বয়সী এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার ৩৫ বছর বয়সের মধ্যে ৫ মিলিয়ন ডলার (প্রায় ৫৫ কোটি টাকা) উপার্জন করে অবসর গ্রহণ করতে চান। ইথান এনগুনলি নামের ওই তরুণ প্রযুক্তিবিদের পিতামাতা তাকে অর্থ সঞ্চয় করার পরিবর্তে বিনিয়োগ করার গুরুত্ব সম্পর্কে শিখিয়েছেন জানান তিনি।

এনডিটিভি জানিয়েছে, আর্থিক স্বাধীনতা এবং অল্প বয়সেই অবসর গ্রহণের ইচ্ছে থেকেই ইথানের এই পরিকল্পনা।

ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে বসবাসকারী তরুণ এই প্রযুক্তিবিদ বলেন, তিনি যখন ছোট ছিলেন তখন থেকেই তার বাবা-মাও তাকে এ বিষয়ে শিক্ষা দিয়েছেন।

আর্থিক স্বাধীনতা অর্জনের জন্য তিনি ঋণ না নিয়েই ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে তার কম্পিউটার সায়েন্স ডিগ্রি সম্পন্ন করেন। ভাড়ার টাকা বাঁচাতে স্নাতক ডিগ্রী শেষ করার পরেও তিনি তার পরিবারের সাথে থাকতেন।

তিনি তথ্য ও ডেটা সায়েন্সে স্নাতকোত্তরে ভর্তির পর একটি সফটওয়্যার কোম্পানিতে চাকরি পান। এরপর তিনি একজন সফটওয়্যার প্রকৌশলী হিসেবে গুগলে চাকরি পান। বর্তমানে তার বার্ষিক আয় ১ লাখ ৯৪ হাজার ডলার (২ কোটি ১০ লাখ টাকা)। পাশাপাশি তিনি ফ্লোরিডা এবং ক্যালিফোর্নিয়ায় বেশ কিছু প্রতিষ্ঠান এবং বিয়েল এস্টেটে বিনিয়োগ করেছেন। তিনি খাবারের জন্য খুব বেশি অর্থ ব্যয় করেন না কারণ গুগল বিনামূল্যে সকালের নাস্তা এবং দুপুরের খাবার সরবরাহ করে। তিনি দামি পোশাকের বদলে সাশ্রয়ী মূল্যের পোশাক পরতে পছন্দ করেন। তার পরিকল্পনা অনুযায়ী ৩৫ বছরেই তিনি বিনিয়োগ এবং চাকরি থেকে ৫ মিলিয়ন ডলার আয় করতে পারবেন এবং অবসর গ্রহণ করবেন।

source: channelionline.com
Previous Post Next Post

نموذج الاتصال