‘সব রেকর্ড ভাঙবে’, ‘টাইগার থ্রি’র পোস্টার দেখে ভক্তদের মত!


        ছবি: সংগৃহীত

সালমান খান ও ক্যাটরিনা কাইফ ‘টাইগার থ্রি’-এর পোস্টার প্রকাশ করেছেন। পোস্টার দেখে ভক্তরা মনে করছেন, সালমানের এই ছবি ‘অতীতের সব রেকর্ড ভেঙ্গে দিবে’।

ইনস্টাগ্রামে ইংরেজি, হিন্দি, তামিল ও তেলেগুতে প্রকাশ করা হয়েছে ‘টাইগার থ্রি’র পোস্টার। সালমানের শেয়ার করা পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে। ‘আমি আসছি।’ এছাড়াও হ্যাশট্যাগ দিয়ে জানানো হয়েছে চলতি বছরের দিওয়ালিতে আসবে ছবিটি।

পোস্টারটি ক্যাটরিনাও শেয়ার করেছেন। তিনি ক্যাপশনে লিখেছেন, ‘কোনো সীমা নেই, কোন ভয় নেই, পেছনে ফিরে তাকানোর সুযোগ নেই।’

পোস্টারে সালমান ও ক্যাটরিনা দুজনকেই অস্ত্র হাতে দেখা গেছে। আগের দুই কিস্তির মতোই এই ছবিতেও থাকবে জমজমাট অ্যাকশন।

পোস্টারটি দেখে মুগ্ধ ভক্তরা। এক ভক্ত লিখেছেন, ‘আরেকটি ৫০০ কোটি আসছে’। আরেক ভক্ত লিখেছেন, ‘আগের সব রেকর্ড ভাঙবে এই ছবি’। আরেক ভক্ত লিখেছেন, ‘দেখার জন্য তর সইছে না।’

যশরাজ ফিল্মসের ‘টাইগার থ্রি’ সিনেমার প্রথমটি ছিল ‘এক থা টাইগার’। এ ছবির পরের সিকুয়েল ‘টাইগার জিন্দা হ্যায়’। এ দুটি ছবিতেই নায়ক-নায়িকার চরিত্রে দর্শক দেখতে পান সালমান খান আর ক্যাটরিনা জুটিকে। ‘টাইগার ৩’ ছবিতে সেই রসায়নকেই আরও একবার পর্দায় তুলে ধরা হয়েছে।

‘টাইগার থ্রি’ পরিচালনা করেছেন মনিশ শর্মা। প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া। ছবিতে সালমান ক্যাটরিনা ছাড়াও আছেন, ইমরান হাশমি, রিভাথি, রণবীর সুরে, বিশাল জেঠওয়া, রিদ্ধি ডোগরা সহ অনেকে। ছবিতে বিশেষ চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে।

source: channelionline

Previous Post Next Post

نموذج الاتصال