বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছেন ৫ বাংলাদেশি

আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছেন বাংলাদেশি পাঁচ ট্রায়াথলেট। তারা হলেন- মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত, মিশু বিশ্বাস, পবিত্র কুমার, আরিফুর রহমান বেলাল ও শুভ কুমার।


আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ফ্রান্সে পৌঁছেছেন আরিফুর রহমান, মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত, শুভ কুমার দে, মিশু বিশ্বাস ও পবিত্র কুমার। ছবি : সংগৃহীত

রোববার ফ্রান্সের নিশে ‘আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপ–২০২৩’ অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো বৈশ্বিক এই আয়োজনে বাংলাদেশ থেকে পাঁচজন ট্রায়াথলেট অংশ নেয়ার যোগ্যতা অর্জন করেছেন।

এবারের প্রতিযোগিতায় সারাবিশ্বের ৯৩টি দেশ থেকে ২ হাজার ২০০ জনের বেশি ট্রায়াথলেট অংশগ্রহণ করবেন। ট্রায়াথলন হয় মূলত সাঁতার, সাইক্লিং ও দৌড়ের সমন্বয়ে। এতে প্রত্যেক প্রতিযোগীকে ১৭ ঘণ্টায় নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে হয়।

ফ্রান্সের ২৪ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে প্রতিযোগীদের সমুদ্রে ৩.৮ কিলোমিটার সাঁতার, পাহাড়ি রাস্তায় ১৮০ কিলোমিটার সাইক্লিং এবং উঁচু–নিচু পথে ৪২.২ কিলোমিটার দূরত্বের দৌড় সম্পন্ন করতে হবে। আর সমুদ্রে তাপমাত্রা আরও ২ ডিগ্রি সেন্টিগ্রেড কম থাকবে। ফলে দূরত্ব ও পরিবেশের দিক থেকে সকলকে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।

পেশাগত জীবনে বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত, মিশু বিশ্বাস ডিবি রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি), পবিত্র কুমার গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (ইএম), আরিফুর রহমান জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রিন্সিপাল অফিসার এবং শুভ কুমার দে বাংলালিংকের বিপণন বিভাগের কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।

সূত্র: সময়
Previous Post Next Post

نموذج الاتصال