র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখল আর্জেন্টিনা


আর্জেন্টিনা ফুটবল দল। ছবি : এএফপি

২০২২ কাতার বিশ্বকাপ জেতার পর গত এপ্রিলে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছিল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মাঝে দ্বিতীয় স্থানে থাকা ফ্রান্স আর্জেন্টিনার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেললেও ফের ব্যবধান বাড়িয়ে শীর্ষস্থান সুসংহত করল তিন বারের বিশ্বচ্যাম্পিয়নরা।

আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ফিফার প্রকাশিত সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা শীর্ষস্থান ধরে রেখেছে। আন্তর্জাতিক বিরতি শেষ হওয়ার পর দেখা গেছে শীর্ষ পাঁচ দল তাদের আগের অবস্থান ধরে রেখেছে। চলতি মাসে হওয়া বিশ্বকাপ বাছাইয়ে ইকুয়েডর ও বলিভিয়াকে হারিয়েছে আর্জেন্টিনা।

গত ২০ জুলাই সবশেষ প্রকাশিত তালিকায় আর্জেন্টিনার পয়েন্ট ছিল ১৮৪৩.৭৩। দ্বিতীয় স্থানে থাকা ফ্রান্সের পয়েন্ট ছিল ১৮৪৩.৫৪। অর্থাৎ, দু’দলের মধ্যে ব্যবধান ছিল মাত্র .১৯। কিলিয়ান এমবাপ্পেদের সামনে সুযোগ ছিল মেসিদের টপকে শীর্ষে যাওয়ার। তবে ২১ সেপ্টেম্বর প্রকাশিত তালিকায় ফ্রান্সের চেয়ে অনেকটা এগিয়ে গেল আলবিসেলেস্তারা।

তালিকায় সবার উপরে থাকা আর্জেন্টিনার পয়েন্ট বেড়ে হয়েছে ১৮৫১.৪১। গত সপ্তাহে প্রীতি ম্যাচে জার্মানির কাছে পরাজিত হওয়া ফ্রান্স ১৮৪০.৭৬ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। তিনে থাকা ব্রাজিলের পয়েন্ট ১৮৩৭.৬১। চলতি মাসে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের মাঠে বলিভিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দেওয়ার পর পেরুর মাঠে ১-০ গোলে জেতেন নেইমাররা। রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ব্যবধান কমিয়েছে ফ্রান্সের সঙ্গে।

র‍্যাঙ্কিংয়ে চতুর্থ থেকে সপ্তম স্থান ধরে রেখেছে যথাক্রমে ইংল্যান্ড, বেলজিয়াম, ক্রোয়েশিয়া ও নেদারল্যান্ডস। এক ধাপ এগিয়ে আটে উঠেছে পর্তুগাল। তাদের জায়গা দিতে গিয়ে নয়ে নেমে গেছে ইতালি। দশম স্থান রয়েছে স্পেনের দখলে।

source: ntvonline


Previous Post Next Post

نموذج الاتصال