
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী বাছাইয়ে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির বিতর্ক শুরু হচ্ছে এ সপ্তাহেই। তবে সেই বিতর্কে অংশ নেবেন না সাবেক মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, এমনিতেই মানুষ জানে তিনি কে, তার জন্য আর নতুন করে বিতর্কের দরকার নেই। খবর বিবিসির।
নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প দাবি করেছেন, ২০২৪ সালের নির্বাচনে দলীয় প্রার্থিতার ক্ষেত্রে জনপ্রিয়তার দৌড়ে তিনি ‘বিপুলভাবে’ এগিয়ে রয়েছেন।
৭৭ বছর বয়সী এ নেতা বলেন, মানুষ জানে আমি কে এবং প্রেসিডেন্ট হিসেবে আমি কতটা সফল ছিলাম।
রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাইয়ে প্রথম বিতর্ক অনুষ্ঠিত হবে আগামী ২৩ আগস্ট, উইসকনসিনে। দ্বিতীয় বিতর্ক হবে পরের দিন এবং পরের মাসগুলোতে অন্তত আরও দুটি বিতর্ক হবে বলে আশা করা হচ্ছে।
রিপাবলিকান প্রার্থী নির্বাচনে ভোট শুরু হবে আইওয়া রাজ্য থেকে, ২০২৪ সালের ১৫ জানুয়ারি তারিখে।
সাম্প্রতিক জরিপগুলো বলছে, একাধিক মামলায় বিচারের মুখোমুখি হওয়া সত্ত্বেও জনপ্রিয়তার প্রতিযোগিতায় দলের অন্য সম্ভাব্য প্রার্থীদের চেয়ে ধারাবহিকভাবে এগিয়ে রয়েছেন ট্রাম্প।
গত রোববার (২০ আগস্ট) ট্রুথ সোশ্যালের এক পোস্টে তিনি লিখেছেন, নতুন সিবিএস জরিপের ফলাফল এইমাত্র বের হলো। এতে আমাকে ‘অবিশ্বাস্য’ সংখ্যায় এগিয়ে দেখাচ্ছে।
তার তুলনায় ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিসসহ রিপাবলিকান পার্টির অন্য প্রতিযোগীরা অনেক পিছিয়ে রয়েছেন বলে উল্লেখ করেছেন সাবেক প্রেসিডেন্ট।
মার্কিন সম্প্রচারমাধ্যমটির জরিপ বলছে, প্রার্থী বাছাইয়ের দৌড়ে ডোনাল্ড ট্রাম্প ৬২ শতাংশ জনসমর্থন নিয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডিসান্টিসের প্রতি ভোটারদের সমর্থন মাত্র ১৬ শতাংশ।
এসব তথ্য উল্লেখ করে ট্রাম্প লিখেছেন, জনগণ জানে আমি কে এবং কতটা সফল প্রেসিডেন্ট ছিলাম। আমার সময়ে জ্বালানির স্বাধীনতা, শক্তিশালী সীমান্ত ও সামরিক বাহিনী, সর্বকালের সবচেয়ে বড় কর ও নিয়ন্ত্রণ ছাঁট, কোনো মূল্যস্ফীতি নেই, ইতিহাসের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি এবং আরও অনেক কিছু ছিল।
‘সুতরাং, আমি বিতর্ক করবো না!’
সূত্র: বিবিসি
খবর: jagonews24.com
Tags
world news