
দেশের অন্যতম মেধাভিত্তিক প্রতিযোগিতা ব্যাটল অব মাইন্ডসের ২০তম আসরে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ)। ছবি: সংগৃহীত
দেশের মোট ২২ বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ২০০ দলের মধ্যে গ্র্যান্ড ফিনালে পাঁচটি দল অংশগ্রহণ করে। এর মধ্যে আহনাফ তাসিন নিলয়, আবীর আরশাদ ও মোহতাসিম বিন হাবিবের দল ‘খিচুড়ি’ চূড়ান্ত বিজয়ী নির্বাচিত হয়। তাদের দলের ব্যবসায়িক ধারণা ছিল, বায়োগ্যাস সিলিন্ডারে ভরে বাজারজাত করা। বিজয়ী দলটি বিশ্বের ৩৬ দেশের অংশগ্রহণে একটি বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো আয়োজিত এ প্রতিযোগিতায় রানার্সআপ হয় সাভারের আর্মি আইবিএ’র দুই শিক্ষার্থী ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর দল ‘আজর আহই’।
দ্বিতীয় রানার্সআপ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের দল ‘টুয়েন্টিজ টিনেন্ট’।
বিজয়ী দলের সদস্য আবীর আরশাদ বলেন, ‘আমাদের ধারণাটি হচ্ছে গোবর, বাসাবাড়ির বর্জ্যসহ বিভিন্ন জৈব বর্জ্য বাষ্পীয়করণের মাধ্যমে সিলিন্ডারে ভরে বাজারজাতকরণ। এতে বর্জ্যের বিরূপ প্রভাব মোকাবিলা যেমন হবে, তেমনি আমদানিকৃত তরল গ্যাসের ওপরও চাহিদা কমবে। মাত্র ৭-৮ কোটি টাকায় এ ব্যবসায় উদ্যোগ নেওয়া যাবে। এতে তিন-চার বছর বিনিয়োগ করলে লাভজনক অবস্থায় পৌঁছা যাবে।’ পৃথিবীর কিছু কিছু দেশে এ ব্যবসায়ের ধারণা বাস্তবায়ন হচ্ছে বলে জানান আবীর।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলেন, ‘দেশের শিক্ষায় অবকাঠামোর পরিমাণগত অনেক পরিবর্তন হয়েছে। এখন গুণগত পরিবর্তনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকা রয়েছে। বর্তমানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ও অনেক ভূমিকা রাখছে।’
অনুষ্ঠানে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক শেহজাদ মুনিম জানান, ২০০৪ সাল থেকে এ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। এবারের আয়োজনে জ্বালানি, প্রযুক্তি, জৈব ও অন্তর্ভুক্তি চারটি বিষয়ে ব্যবসায়িক ধারণা নিয়ে আবেদন গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে বহুজাতিক কোম্পানিটির চেয়ারম্যান গোলাম মইন উদ্দীন, হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুসন শাদ জসিম, কালের কণ্ঠের সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
সূত্র: প্রতিদিনের বাংলাদেশ
Tags
daily news