ড. কাজী এম বদরুদ্দোজার প্রথম জানাজা অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

কাজী পেয়ারার উদ্ভাবক, বাংলাদেশের প্রখ্যাত কৃষি বিজ্ঞানী, কৃষি সংগঠক এবং ন্যাশনাল ইমিরেটাস সায়েন্টিস্ট ড. কাজী এম বদরুদ্দোজার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ৩০ আগস্ট এশার নামাজের পর রাজধানী উত্তরার ৩ নম্বর সেক্টরের কেন্দ্রীয় মসজিদে তার প্রথম নামাজে জানাজা হয়।

এর আগে বার্ধক্যজনিত রোগে উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর।

ডক্টর কাজী এম বদরুদ্দোজার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও শোক জানান কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক।

আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯টায় খামারবাড়ীর কৃষিবিদ ইনস্টিটিউশনে দ্বিতীয় নামাজে জানাজা ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুরে তৃতীয় জানাজার নামাজের পর গাইবান্ধার গোবিন্দগঞ্জে সমাহিত করা হবে ডক্টর কাজী এম বদরুদ্দোজাকে।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের অধীনে বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট-বর্তমানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি এজি ডিগ্রি লাভ করেন। ডক্টর কাজী এম বদরুদ্দোজা বাংলাদেশ কৃষি গবেষণা ইনষ্টিটিউটের মহাপরিচালক ছিলেন।

কৃষিক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ২০১২ সালে দেশের ‘সর্বোচ্চ বেসামরিক পুরস্কার’ স্বাধীনতা পুরস্কার লাভ করেন তিনি। তার মৃত্যুতে শোকাহত চ্যানেল আই পরিবার।


Previous Post Next Post

نموذج الاتصال