নারী বিশ্বকাপে দর্শক উপস্থিতির রেকর্ড

ছবি: সংগৃহীত


নারী বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড গড়েছে টুর্নামেন্টের সহ-আয়োজক নিউজিল্যান্ড। দেশটির ফুটবল পরিচালনা পরিষদ একথা জানিয়েছে। গতকাল টুর্নামেন্টের রোমঞ্চকর প্রথম সেমিফাইনালে সুইডেনকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে স্পেন। অকল্যান্ডের ইডেন পার্কে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি দেখতে ৪৩ হাজার ২১৭জন দর্শক উপস্থিত ছিলেন।


নিউজিল্যান্ডের মাটিতে পুরুষ বা নারী যে কোন ম্যাচেই এটি ছিল সর্বোচ্চ দর্শক সমাগম। বিশ্বকাপের বাকী ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে অস্ট্রেলিয়ায়। স্থানীয় ফুটবল কর্মকর্তারা জানিয়েছেন নিউজিল্যান্ডে অনুষ্ঠিত টুর্নামেন্টের ২৯টি ম্যাচে সর্বমোট ৭ লাখ দর্শকের সমাগম ঘটেছে। নিউজিল্যান্ড ফুটবলের প্রধান নির্বাহী এন্ড্রু প্রাগনেল বলেন, ‘এই টুর্নামেন্টটির মাধ্যমে নিউজিল্যান্ড ফুটবলে, বিশেষ করে নারী ফুটবলে আমুল এক পরিবর্তন ঘটেছে।’


দেশটিতে প্রথম দর্শক উপস্থিতির রেকর্ড হয়েছিল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে। অকল্যান্ডে নরওয়ের বিপক্ষে স্বাগতিকদের বিজয় উপভোগ করেছে ৪২ হাজার ১৩৭ জন দর্শক। পরে ওই রেকর্ড ছাড়িয়ে যায় সুইজারল্যান্ডের বিপক্ষে স্পেনের জয় পাওয়া শেষ ষোলর ম্যাচে। ওই ম্যাচে ইডেন পার্কে সমবেত হয়েছিল ৪৩ হাজার ২১৭ দর্শক। একই মাঠে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালেও সমান সংখ্যক দর্শক উপস্থিত হয়। ওই ম্যাচে জাপানকে হারায় সুইডেন।

খবর: দৈনিক ইত্তেফাক
Previous Post Next Post

نموذج الاتصال