আইস্ক্রিনে সরাসরি মেয়েদের ফুটবল বিশ্বকাপ, স্পিকারের অভিনন্দন
মেয়েদের ফুটবল বিশ্বকাপের পর্দা উঠছে ২০ জুলাই। ৩২ দলের আসর বসছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। মাসব্যাপী টুর্নামেন্টের ৬৪টি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন। বাংলাদেশের মেয়েদের ফুটবলের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে বিশ্বকাপ উন্মাদনা ছড়িয়ে দিতে নেয়া হয়েছে এমন উদ্যোগ।
সোমবার রাতে রাজধানীর একটি হোটেলে মেয়েদের ফুটবল বিশ্বকাপের সম্প্রচার সত্ত্বের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়েছে আইস্ক্রিনের পক্ষ থেকে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সকল খেলোয়াড়, কোচ, ম্যানেজারসহ অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠান উপভোগ করেন। সাংস্কৃতিক অঙ্গনের একঝাঁক তারকাও ছিলেন উপস্থিত।
আইস্ক্রিনের পাশাপাশি টি-স্পোর্টস ও গাজী টিভি সব খেলা সরাসরি দেখাবে। অনলাইন প্ল্যাটফর্মে টি-স্পোর্টস অ্যাপ ও র্যাবিটহোল বিডিতেও সব ম্যাচ দেখা যাবে। দুই সেমিফাইনাল ও ফাইনাল সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। সব ম্যাচ সরাসরি দেখানোর সম্প্রচার সত্ত্ব কিনেছে ইমপ্রেস মাত্রা।
প্রধান অতিথির বক্তব্যে স্পিকার শিরীন শারমিন চৌধুরী ইমপ্রেস মাত্রাকে অভিনন্দন জানান। বলেন, ‘বিশেষ গুরুত্ব সহকারে মেয়েদের ফিফা বিশ্বকাপের জন্য তারা সরাসরি সম্প্রচারের যে উদ্যোগ গ্রহণ করেছেন, সেটি সত্যি যথোপযুক্ত একটি উদ্যোগ। যে সফলতা ক্রীড়াঙ্গনে আমাদের নারী বোনেরা দেখাতে সক্ষম হয়েছে, সেই প্রেক্ষিতে বাংলাদেশে অবশ্যই মেয়েদের বিশ্বকাপ দেখানো যথোপযুক্ত বলে আমি মনে করি। যখন এটা সরাসরি সম্প্রচার করা হবে, তখন এটি যথেষ্ট আলোড়ন তৈরি করবে।’
ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেল আইয়ের পরিচালক এবং চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, ‘আজ ইমপ্রেস মাত্রার জন্য একটি গর্বের দিন। মহিলাদের ফুটবল বিশ্বকাপের আওয়াজ বিশ্বব্যাপী তেমন নেই। গত কয়েক বছর হল গণমাধ্যমের কল্যাণে মেয়েদের বিশ্বকাপ সম্পর্কে সবাই একটু একটু জানছে। এবছর বাংলাদেশের মানুষ একটু বেশি জানবে। চ্যানেল আই বরাবরই খেলাধুলাকে পৃষ্ঠপোষকতা করেছে।’
আইস্ক্রিনের প্রকল্প পরিচালক ও চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ (রিয়াজ) বলেন, ‘আইস্ক্রিন দেখার জন্য প্লে স্টোরে বা অ্যাপ স্টোরে গিয়ে অ্যাপ ডাউনলোড করলেই আপনারা মেয়েদের ফিফা বিশ্বকাপ সবাই দেখতে পারবেন।’
source: channelionline